Advertisment

অবসর নেওয়া ডিভিলিয়ার্স ফিরছেন RCB-তে! বড় দায়িত্বের ঘোষণা এই সপ্তাহেই

কোহলির পরে আরসিবির নেতা কে হবে, তা এখনও ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজি। চলতি সপ্তাহেই বড়সড় ঘোষণা করতে চলেছে কোহলির দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

গত আইপিএল শেষের পরেই সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন এবি ডিভিলিয়ার্স। তবে অবসর নিলেও এবার আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে সুপারস্টারকে।

Advertisment

চলতি সপ্তাহের শনিবার এক ইভেন্টে আরসিবি কোহলির পরবর্তী আরসিবি নেতার নাম ঘোষণা করা হবে। তবে স্রেফ অধিনায়ক ঘোষণাই নয়, কোচিং স্টাফে এবি ডিভিলিয়ার্সের নাম-ও ঘোষণা করতে পারে তারকা খচিত ফ্র্যাঞ্চাইজি। ইনসাইড স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, দলের মেন্টর হিসেবে এবিডি সম্ভবত যোগ দিচ্ছেন বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিতে।

আরও পড়ুন: কেরিয়ারে পর্দা ফেললেন শ্রীসন্থ! বুধবার বিরাট ঘোষণায় আবেগে ভাসালেন বিশ্বকাপজয়ী

গত মরশুমে আরসিবির হয়ে ১৫ ম্যাচে ৩১৩ রান করেছিলেন প্রোটিয়াজ সুপারস্টার। ১৪৮.৩৪ স্ট্রাইক রেটে। আইপিএলে সবমিলিয়ে ১৮৪ ম্যাচে ৫১৬২ রান করেছেন। গড় ৩৯.৭ এবং স্ট্রাইক রেট ১৫১.৬৮। হাঁকিয়েছেন তিনটে শতরান, ৪০টি ফিফটি।

সবকিছু ঠিকঠাক থাকলে আরসিবি তাঁদের পরবর্তী অধিনায়ক হিসেবে এবি ডিভিলিয়ার্সের স্বদেশীয় ফাফ ডুপ্লেসিসের নাম ঘোষণা করতে চলেছে। মার্চের ১২ তারিখে বিকাল ৪ টায় সাংবাদিক সম্মেলন করে আরসিবি নতুন নেতার নাম ঘোষণা করবে।

এক টুইটে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ১২ মার্চ চার্চ রোডের মিউজিয়াম ক্রশ রোডে ফ্র্যাঞ্চাইজির ১৪ বছর পূর্তি উদযাপন করা হবে। সেই অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে নতুন নেতার নাম ঘোষিত হবে।

আরসিবি স্কোয়াড:

বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডুপ্লেসিস, হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দীনেশ কার্তিক, জস হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশদীপ, মহীপাল লোমরোর, ফিন এলেনজ শেরফানে রাদারফোর্ড, জেসন বেহরেনডর্ফ, সুয়াশ প্রভুদেশাই, চামা মিলিন্দ, অনিশ্বর গৌতম, করণ শর্মা, ডেভিড উইলি, লুভনিত শিশোদিয়া, সিদ্ধার্থ কউল

IPL Royal Challengers Bangalore AB de Villiers Virat Kohli RCB
Advertisment