Advertisment

KKR এখন অতীত! নক্ষত্রখচিত IPL চ্যাম্পিয়ন এই দলের জার্সিতে খেলতে চান কার্তিক

কেকেআর এবার রিটেন করেনি দীনেশ কার্তিককে। তবে নিলামের জন্য প্রস্তুত হচ্ছেন তারকা উইকেটকিপার ব্যাটসম্যান।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আগামী সপ্তাহে আইপিএল নিলামে অন্যতম অভিজ্ঞ মুখ হতে চলেছেন দীনেশ কার্তিক। এখনও পর্যন্ত আইপিএলের সমস্ত সংস্করণে খেলেছেন কার্তিক। দীর্ঘ আইপিএল কেরিয়ারে হাফডজন আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি- দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, গুজরাট লায়ন্স, কেকেআর, পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স যে বার প্ৰথম আইপিএল চ্যাম্পিয়ন হয়, সেই স্কোয়াডের সদস্য ছিলেন কার্তিক।

Advertisment

শেষ চার বছর কার্তিক কেকেআরের সংসারেই ছিলেন। টুর্নামেন্টের অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নিজেকে। ২০১৮-২০২০ পর্যন্ত কেকেআরের নেতৃত্বের দায়িত্বও সামলেছেন তিনি। ২০২০ মরশুমের মাঝপথে ইয়ন মর্গ্যানের হাতে নেতৃত্ব তুলে দেন কার্তিক।

আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে সতীর্থ, তবু সূর্যকুমারকে স্লেজ করলেন পোলার্ড! ম্যাচের শেষে প্রকাশ্যে ঘটনা

এবার নিলামের আগে কেকেআর দীনেশ কার্তিককে রিটেন করেনি। রিলিজ করার পরে ফের একবার নিলামের টেবিলে উঠবেন তিনি। নিজের অভিজ্ঞতার জন্য দীনেশ কার্তিক বেশ বড় অঙ্কের চুক্তি পেতে পারেন নিলামে। তবে নিলামের আগেই কার্তিক জানিয়ে দিলেন তিনি চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে চান।

সংবাদসংস্থা পিটিআই-কে কার্তিক জানিয়েছেন, "এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ মুস্কিলম কারণ উত্তরটা খুব ক্লিশে হয়ে যাবে। নিজের সর্বশক্তি দিয়ে খেলার চেষ্টা করব। স্রেফ ফ্র্যাঞ্চাইজির জন্যই নয়, নিজের জন্যও ভাল খেলতে চাই।"

"সিএসকের জার্সিতে খেলতে পারলে তো কথাই নেই। তবে দিনের শেষে মোদ্দা কথা হল, যে দলের হয়েই খেলার সুযোগ পাব, তা আমার কাছে সম্মানের হতে চলেছে। কারণ আগেই বলেছি, আইপিএলের মত টুর্নামেন্টে পারফর্ম করার জন্যই দীর্ঘদিনের এই পরিশ্রম, অধ্যবসায়।"

চেন্নাই নিজের শহর হলেও কার্তিক কখনও নিজের শহরের ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ পাননি। ধোনির নেতৃত্বে সিএসকে টুর্নামেন্টের দ্বিতীয় সফলতম ফ্র্যাঞ্চাইজি। বেঙ্গালুরুতে ফেব্রুয়ারির ১২ এবং ১৩ তারিখ বসছে নিলামের আসর। সেই আসরে কার্তিকের ইচ্ছাপূরণ হয় কিনা, সেটাই আপাতত দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Dinesh Karthik KKR
Advertisment