Advertisment

KKR-এর উমেশকে কুৎসিত মন্তব্য হেডেনের! অজি কিংবদন্তির বেনজির বিতর্কে তোলপাড় IPL

উমেশ যাদবকে নিয়ে কটু মন্তব্য করে বিতর্ক বাড়ালেন ধারাভাষ্যকার ম্যাথু হেডেন। তীব্র সমালোচিত তিনি তারপর থেকেই।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলের প্ৰথম ম্যাচেই উমেশ যাদব হিরো হয়ে উঠেছেন নাইটদের জার্সিতে। গত দুই আইপিএলে সংস্করণে মাত্র দুটো ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন বর্ষীয়ান সিমার। আর কেকেআরের হয়ে শনিবার আইপিএলের প্ৰথম ম্যাচে খেলতে নেমেই দুই উইকেট শিকার করেন তারকা। তবে উমেশের দুর্ধর্ষ পারফরম্যান্সে কুৎসিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন ম্যাথু হেডেন।

Advertisment

ম্যাচের প্ৰথম বলেই নো বল করেছিলেন উমেশ। সেখান থেকে দারুণভাবে প্রত্যাবর্তন করেন বিদর্ভ পেসার। সেই ওভারের তৃতীয় বলে রুতুরাজ গায়কোয়াডকে আউট করেন। নিজের দ্বিতীয় ওভারে ফেরান কিউয়ি তারকা ডেভন কনওয়েকে।

আরও পড়ুন: ঠিক যেন ধোনির মতই ক্ষিপ্র! শচীনকে মাহির স্মৃতি ফেরালেন নাইট তারকা, দেখুন ভিডিও

উমেশের অসাধারণ স্পেলে যখন শ্রেয়স আইয়ার উচ্ছ্বসিত, সেই সময়েই বিতর্কিত মন্তব্য করেন অজি ধারাভাষ্যকার ম্যাথু হেডেন। কমেন্ট্রি করার সময়ে হেডেনকে বলতে শোনা যায়, "অন্য দলের জঞ্জাল কেকেআরের সম্পদ হয়ে গিয়েছে।"

হেডেনের এমন কমেন্ট ক্রিকেট মহলে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়ে যায়। নেটিজেনরা বাপ-বাপান্ত করতে থাকেন অস্ট্রেলীয় মহাতারকার। যাইহোক, পাওয়ার প্লে-তে নিজের দুরন্ত স্পেলের বিষয়ে বলতে গিয়ে উমেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

"তাজা উইকেট হওয়ায় পিচে যথেষ্ট বাউন্স এবং সুইং ছিল। সিমারদের জন্য তো বটেই স্পিনারদের জন্যই জন্যও ভালোমত রসদ ছিল। গত বছরে মাত্র দুটো ম্যাচ খেলতে পেরেছিলাম। দলের জয়ে অবদান রাখতে পারা সবসময় ভালো অনুভূতি এনে দেয়। পাওয়ার প্লে-তে উইকেট পাওয়ায় আরও ভালো লাগছে।"

আরও পড়ুন: KKR ম্যাচে মালিঙ্গার রেকর্ডে থাবা! দুর্ধর্ষ কীর্তি গড়ে সেরার সেরা ব্র্যাভো

এমনটা জানিয়ে উমেশ যাদব দুই ইনিংসের বিরতিতে আরও বলেন, "আমি যে পাওয়ার প্লে-তে উইকেট তুলতে পারি, আমার আইপিএল রেকর্ড দেখলেই স্পষ্ট হয়ে যাবে। ফাস্ট বোলার হিসাবে নতুন বলে সুইং করাতেও পারি। দলের বোলিং বিভাগের নেতৃত্ব দিতে বরাবর প্রস্তুত। পাওয়ার প্লে-তে যত বেশি সম্ভব উইকেট নিতে চাই। ওঁদেরও স্যান্টনার এবং জাদেজার মত স্পিনার রয়েছে, দেখা যাক কী হয়!"

টসে হেরে প্ৰথমে ব্যাট করতে নেমে সিএসকে স্কোরবোর্ডে ১৩১-এর বেশি তুলতে পারেনি। সিএসকে-তে শনিবারই আনুষ্ঠানিকভাবে রবীন্দ্র জাদেজা জমানা শুরু হল। আর জাদেজার নেতৃত্বের অভিষেকে ব্যাট হাতে দলকে লজ্জার হাত থেকে বাঁচালেন স্বয়ং ধোনি, ৩৮ বলে ৫০ রানের অসাধারণ ইনিংস খেলে।

IPL CSK KKR
Advertisment