Advertisment

দুটো ম্যাচ খেলিয়েই বাদ নয়! KKR-কে খোঁচা দিয়ে কুলদীপ ইস্যুতে বিষ্ফোরক অক্ষর

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের জাত চিনিয়ে দিয়েছেন কুলদীপ যাদব। কেকেআরে ব্র্যাত্য তারকা ফুল ফুটিয়েছেন দিল্লির প্ৰথম ম্যাচেই।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

জাতীয় দলে ব্রাত্য, কেকেআর শিবির থেকে আগেই বাদ পড়েছেন। দিল্লি ক্যাপিটালস ছিল কুলদীপ যাদবের কাছে অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় প্ৰথম রাউন্ডে আপাতত সসম্মানে উত্তীর্ণ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্ৰথম ম্যাচেই ১৮ রানে ৩ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে।

Advertisment

ব্র্যাবোর্নের পিচে গতির হেরফের, লেংথের অদলবদল ঘটিয়ে ব্যাটসম্যানদের কাছে কার্যত প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছিলেন। ঘটনাচক্রে, গত মরশুমে কেকেআরের জার্সিতে একটাও ম্যাচে খেলার সুযোগ পাননি। শেষের দিকে ইনজুরির কারণে একদম বাইরে চলে যান।

আরও পড়ুন: কোটি কোটির চুক্তি পেতেন IPL নিলামে! নিজের দাম জানিয়ে দিলেন শাস্ত্রী

চোট সারিয়ে কুলদীপকে জাতীয় দলের একাদশে সুযোগ দেন ক্যাপ্টেন রোহিত। হিটম্যানের দলকে হারিয়ে আইপিএলের প্ৰথম ম্যাচে কুলদীপ রোহিতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সেই সঙ্গে কুলদীপ জানান, দিল্লি হেড কোচ রিকি পন্টিং তাঁকে স্বয়ং আশ্বস্ত করেছেন ১৪ ম্যাচেই তাঁকে রেখে দল গড়ার কথা জানিয়ে। কুলদীপের হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে এনেছে কোচের বার্তায়।

মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন অক্ষর প্যাটেল। তিনি ম্যাচের পরে জানিয়ে দিয়েছেন, কুলদীপের অফ ফর্ম অনেকটাই মানসিকতার বিষয় ছিল। কেকেআরে বরুণ চক্রবর্তীট উত্থানের পরে অনেকটাই পিছনের সারিতে চলে গিয়েছিলেন কুলদীপ। দলের প্ৰথম একাদশে জায়গা হারান বহুদিন। অক্ষর জানাচ্ছেন, ফ্র্যাঞ্চাইজির তরফে পুরোপুরি আশ্বাস দেওয়ার পরে সেই নিরাপত্তা বোধ কুলদীপের সেরাটা বয়ে আনতে সাহায্য করেছে।

আরও পড়ুন: কমলা গ্লাভসেই নাকি লুকিয়ে ধোনির অবসরের ইঙ্গিত! বেনজির জল্পনায় IPL দুনিয়া

"পুরোটাই মানসিকতার বিষয়। কেকেআরে নিজের জায়গা নিশ্চিত না থাকায় কুলদীপের আইপিএলে স্ট্রাগল করছিল। তবে দিল্লিতে আসার পরে কুলদীপ নিজের জায়গা নিয়ে নিরাপত্তা বোধ করছে। দুটো ম্যাচ খেলেই আমাকে বাদ দেওয়া হবে না, এরকম বার্তা যদি পাওয়া যায়, তখন নিজের সেরাটা দিতে সুবিধা হয়।" বলে দিয়েছেন অক্ষর।

অক্ষর প্যাটেল এবং ললিত যাদবের বিধ্বংসী ব্যাটে ভর করে দিল্লি প্ৰথম ম্যাচে হারিয়েছে মুম্বইকে। এক ওভার বাকি থাকতেই ২০৫ রান চেজ করে জয় ছিনিয়ে নিয়েছে ক্যাপিটালস।

IPL KKR Kuldeep Yadav Delhi Capitals
Advertisment