Advertisment

ব্যাট হাতে খুন খারাপি লুইসের! দ্রুততম হাফসেঞ্চুরিতে চূর্ণ ধোনির CSK

প্ৰথমে ব্যাট করতে নেমেছিল সিএসকে। দারুণ ব্যাটিং করে উথাপ্পা হাফসেঞ্চুরি করে যান মাত্র ২৭ বলে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সিএসকে: ২১০/৭

লখনৌ সুপার জায়ান্টস: ২১১/৪

Advertisment

রুদ্ধশ্বাস ম্যাচ। রোমাঞ্চকর রান চেজ। আর ব্র্যাবর্ণের6 লেট নাইট থ্রিলারে ফের একবার হার হজম করল চেন্নাই। এভিন লুইস যখন লখনৌয়ের জার্সিতে মাঠে নেমেছিলেন, ভাবা যায়নি বিশাল রান তাড়া করে শেষমেশ জিতে যাবে কেএল রাহুলের দল। ২১০ চেজ করতে নেমে কুইন্টন ডিকক আউট হওয়ার পরে মাঠে নেমেছিলেন লুইস। আস্কিং রেট তখন ১৩-এর ওপর। ব্যাটিংয়ে আনকোরা দীপক হুডা এবং নবাগত আয়ুশ বাদোনি ছাড়া এই কেউ নেই।

কেএল রাহুল-কুইন্টন ডিককের মারকাটারি শুরু করার পরেও লখনৌয়ের হয়ে বাজি ধরার মত লোক ছিল না। তবে শেষমেশ এভিন লুইসের তান্ডবে স্রেফ ছারখার হয়ে গেল চেন্নাই। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় চলতি আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরি (২৩ বলে ৫৩) করে চেন্নাইকে গুঁড়িয়ে দিলেন ক্যারিবীয় তারকা। অপরাজিত ৫৩ করার পথে লুইসের ব্যাট থেকে বেরোল হাফডজন বাউন্ডারি, তিনটে ওভার বাউন্ডারি।

দীপক হুডা ৮ বলে ১৩ রানের আউট হওয়ার পরে ঝড় তুলে গেলেন আয়ুশ। শেষ ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে ফিনিশ করলেন তিনিই। তিন বল এবং ৭ উইকেট হাতে নিয়ে জয় লখনৌয়ের।

আরও পড়ুন: ম্যাচের পর ম্যাচ KKR-এ দুর্ব্যবহারের শিকার কুলদীপ! কাইফের ঝাঁঝালো তোপ মর্গ্যান-কার্তিককে

বিশাল রান তাড়া করতে নেমে লখনৌ শুরুটা বৃহস্পতিবার দুর্দান্ত করেছিল। ক্যাপ্টেন কেএল রাহুল এবং কুইন্টন ডিকক মিলে ওভার পিছু দশের কাছাকাছি রান রেখে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ওপেনিং জুটিতেই দুজনে প্রায় একশো তুলে দিয়েছিলেন। তবে ৯৯ রানে রাহুলকে ফিরিয়ে লখনৌয়ের রান তোলার গতিতে হ্যাঁচকা টান মেরে থামিয়ে দেন ডোয়েন প্রিটোরিয়াস। প্রোটিয়াজ তারকা এরপরে স্বদেশীয় কুইন্টন ডিকককেও ফিরিয়ে ব্যাপক ঝটকা দেন।

জোড়া ওপেনার আউট হওয়ার পরে ম্যাচে উত্তেজনা সরবরাহ করে যান এভিন লুইস। দুর্ধর্ষ ব্যাটিং করে সিএসকের জয় প্রায় ছিনিয়ে নিলেন তিনি। শেষ তিন ওভারে ৪৬ থেকে শেষ ওভারে এই জয়ের জন্য সমীকরণ নেমে দাঁড়ায় মাত্র ৯ রানে। মুকেশ চৌধুরীর শেষ ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে যান নতুন সেসসেশন আয়ুশ।

তার আগে টসে জিতে প্রথমে সিএসকেকে ব্যাট করতে পাঠিয়েছিল লখনৌ। প্ৰথম তিন ওভারের মধ্যেই রুতুরাজ গায়কোয়াডকে হারালেও রবিন উথাপ্পা দলকে ভালো রানের প্ল্যাটফর্ম এনে দেন মাত্র ২৭ বলে ফিফটি করে। রুতুরাজ আউট হওয়ার পরে মঈন আলি (২২ বলে ৩৫), শিভম দুবে (৩০ বলে ৪৯) এবং আম্বাতি রায়ডু (২০ বলে ২৭) দলের বড় রান গড়া নিশ্চিত করে যান। শেষদিকে, রবীন্দ্র জাদেজা (৯ বলে ১৭) এবং ধোনির ৬ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস চেন্নাইকে ২০০ পার করে দিয়েছিল।

এদিনের হতাশার পরে টানা দুটো ম্যাচ হারতে হল চেন্নাইকে। অন্যদিকে, গুজরাটের বিরুদ্ধে প্ৰথম ম্যাচে হারের পরে আইপিএলে প্ৰথম জয় পেল লখনৌ।

Lucknow Chennai Super Kings IPL CSK
Advertisment