/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/Harbhajan-singh.jpg)
হরভজন সিং
রাজ্যসভার সদস্য হয়েছেন। তারপরেই বড়সড় ঘোষণা করলেন রাজ্যসভার সাংসদ হরভজন সিং। জানিয়ে দিলেন সাংসদ হিসাবে প্রাপ্ত তাঁর বেতন কৃষক পরিবারের কন্যাদের শিক্ষায় দান করবেন তিনি। জানিয়েছেন, দেশের উন্নতিতে সাধ্যমত সাহায্য করবেন।
হরভজন সিংয়েরর টুইট, "রাজ্যসভার একজন সদস্য হিসেবে আমার বেতন কৃষকদের কন্যাদের শিক্ষা এবং অগ্রগতিতে দান করা হবে। দেশের উন্নতিকল্পে আমি যোগদান করেছি। নিজের সাধ্যমত সমস্ত কিছু করার চেষ্টা করব।"
As a Rajya Sabha member, I want to contribute my RS salary to the daughters of farmers for their education & welfare. I've joined to contribute to the betterment of our nation and will do everything I can. Jai Hind 🇮🇳🇮🇳
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 16, 2022
গত মাসে পাঞ্জাব থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হন তারকা ক্রিকেটার। হরভজনের সঙ্গেই আম আদমি পার্টির তরফে রাজ্যসভায় পাঠানো হয়েছে পার্টি নেতা রাঘব চাড্ডা, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির কর্ণধার অশোক মিত্তাল, দিল্লি আইআইটি অধ্যাপক সন্দীপ পাঠক এবং শিল্পপতি সঞ্জীব অরোরাকে। সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মনোনীত হয়েছেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কা এখন নরক, দেশের খিদের জ্বালায় অনশনে বসলেন লঙ্কান তারকা ক্রিকেটার
পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭ আসনের ৯২টিতেই জয়লাভ করেছে আম আদমি পার্টি। রাজ্যসভায় মনোনীত হওয়ার আগে হত বছরেই হরভজন ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছিলেন। অবসর ঘোষণার আগে হরভজন সৌজন্যমূলক সাক্ষাৎ করেন অন্য এক ক্রিকেটার-রাজনীতিবিদ নভজোৎ সিং সিঁধুর সঙ্গে। সিঁধুর সঙ্গেই সাক্ষাতের পরেই জাতীয় রাজনীতিতে জল্পনা রটে যায় হরভজন হয়ত কংগ্রেসে যোগ দেবেন। তবে পরে এই দাবি খন্ডন করেন নিজেই।
জাতীয় দলের একসময়ের তারকা স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরার মর্যাদা পেয়েছেন আগেই। আইপিএলেও তিনি পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স দলের নেতৃত্ব দিয়েছেন।