CSK-র আইপিএল চ্যাম্পিয়ন তারকা এবার মুম্বইয়ে! বিশ্বকাপ চলার সময়ই বিরাট ঘোষণা রোহিতদের Sports: IPL 2022: Jason Behrendorff signed by Mumbai Indians from RCB | Indian Express Bangla

CSK-র আইপিএল চ্যাম্পিয়ন তারকা এবার মুম্বইয়ে! বিশ্বকাপ চলার সময়ই বিরাট ঘোষণা রোহিতদের

চলতি মরসুমের প্ৰথম ট্রেডিংয়ে বড়সড় সই করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স

CSK-র আইপিএল চ্যাম্পিয়ন তারকা এবার মুম্বইয়ে! বিশ্বকাপ চলার সময়ই বিরাট ঘোষণা রোহিতদের

আসন্ন আইপিএল সিজনে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরনডর্ফকে। চলতি বছরের মেগা নিলামে জেসন বেহরনডর্ফকে মেগা নিলাম থেকে ৭০ লক্ষ টাকায় কিনেছিল আরসিবি। আইপিএলে বেশ অভিজ্ঞ বর্ষীয়ান অজি তারকা। ২০২১-এ সিএসকে, ২০২২-এ আরসিবি এবং ২০১৮-য় মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। সিএসকের হয়ে আইপিএল-ও জিতেছেন ২০২১-এ।

অতীতে মুম্বইয়ের হয়ে পাঁচ ম্যাচে অংশ নিয়ে ৫ উইকেট পেয়েছিলেন। চোটের কারণে মুম্বইয়ে গোটা সিজন খেলতে পারেননি সেবার। তার জায়গায় মিচেল ম্যাকক্লেনাঘানকে নেয় মুম্বই।২০১৯-এ জাতীয় দলের স্কোয়াডে থাকার কারণে আইপিএলের প্রথমাংশে খেলতে পেরেছিলেন। তারপরের বছর মুম্বই রিলিজ করে দিয়েছিল তারকাকে। আইপিএলে পুরোনো দলেই ফিরছেন তিনি।

মুম্বই নতুন মরশুম শুরুর আগে দলের বোলিং বিভাগ ঢেলে সাজাতে চাইছে। গত বছর নিলামে জোফ্রা আর্চারকে পাওয়া যাবে না জেনেও ৮ কোটি খরচ করে নিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন দল। এখনও পুরোপুরি চোট সরিয়ে জাতীয় দলে ফিরতে পারেননি।।কোয়ালিটি পেস বোলারদের অভাব গত সিজনে ভালোই অনুভব করেছিল রোহিত ব্রিগেড।

আরও পড়ুন: পাক সমর্থকদের হাতে তীব্র আক্রান্ত পাঠান! কুরুচির পরিচয় দিয়ে শোয়েবের নিশানাতেও ভারতীয় তারকা

এবার আর্চারের সঙ্গেই অনিশ্চিত জসপ্রীত বুমরাও। পিঠের ইনজুরিতে টি২০ বিশ্বকাপে খেলা হয়নি তারকার। কবে ফিরবেন, তা-ও নিশ্চিত নয়। বর্তমানে এনসিএ-তে রিহ্যাব করছেন তারকা।

এমন অবস্থায় বিদেশি পেসারের খোঁজে ছিল মুম্বই। সেই কারণেই আইপিএল-অভিজ্ঞ জেসন বেহরনডর্ফকে ট্রেডিংয়ে নিল নীল জার্সিধারীরা।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 jason behrendorff signed by mumbai indians from rcb

Next Story
কোহলি-রোহিতদের কুৎসিত অপমান পাক প্রধানমন্ত্রীর! পাল্টা তোপ দেগে বিস্ফোরণ পাঠানের