Advertisment

KKR-এর নতুন ক্যাপ্টেন এই তারকা! নিলামের পরেই বিরাট ঘোষণা নাইটদের

প্রত্যাশিতই ছিল কেকেআরের নয়া অধিনায়ক হবেন শ্রেয়স আইয়ার। বুধবারেই নাইটদের শিবিরে ঘোষণা করে দেওয়া হল শ্রেয়স আইয়ারের নাম।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দল গঠনের রেশ এখনও কাটিয়ে ওঠেনি আইপিএল বিশ্ব। তার আগেই নতুন নেতা সরকারিভাবে ঘোষণা করে দিল নাইট শিবির। জানিয়ে দেওয়া হল, আসন্ন মরশুমে কেকেআরের নেতৃত্বের দায়িত্ব পালন করবেন শ্রেয়স আইয়ার। কেকেআর নিলাম থেকে ১২.২৫ কোটি টাকায় রেকর্ড অর্থে তারকা ব্যাটসম্যানকে কেনার পরেই কার্যত ঠিক হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন ক্যাপ্টেনই নাইটদের নয়া নেতা হতে চলেছেন।

Advertisment

তবে নেতৃত্বের দৌড়ে ছিলেন কিছুদিন আগে এসেজ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সও। ক্ষীণভাবে হলেও লড়াইয়ে ছিলেন রাহানেও। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কেকেআর বুধবার জানিয়ে দেন মুম্বইয়ের তারকা ব্যাটসম্যানই আগামী মরশুমে তাঁদের নেতা।

আরও পড়ুন: KKR-এর স্কোয়াড নিয়ে আলোচনা তুঙ্গে, কেমন হতে চলেছে নাইটদের IPL একাদশ, হিসাব রাখুন

শ্রেয়সকে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়ার পরে কেকেআর সিইও ভেঙ্কি মাইশোর জানিয়ে দিয়েছেন, "প্ৰথমত, নিলামে সফলভাবে শ্রেয়স আইয়ারের জন্য বিড করতে পেরে আমরা দারুণ আনন্দিত। ওঁকে নেতা হিসেবে ঘোষণা করার সুযোগ হাতছাড়া করতে চাইনা। শীর্ষ পর্যায়ের ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে ও আগেই সকলকে প্রভাবিত করেছে। নেতা হিসেবেও যে ও ছাপিয়ে যেতে পারবে, সেই বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।"

হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়ে দিয়েছেন, "ভারতের অন্যতম উজ্জ্বল প্রতিভা শ্রেয়স আইয়ারকে কেকেআরের নেতা হিসেবে পেয়ে আমরা বেশ উত্তেজিত। এতদিন দূর থেকে শ্রেয়সের খেলা এবং নেতৃত্বের দক্ষতা উপভোগ করেছি। এবার সামনে থেকে ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে। প্রতিভাবান এই দলকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।"

আরও পড়ুন: নিলামে KKR-এর মাস্টারস্ট্রোক ‘দ্বিতীয় নারিন’কে তুলে! টেনিস বলের এই তারকাই এখন তুরুপের তাস

নাইটদের নেতৃত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত হয়ে শ্রেয়স আইয়ার জানিয়ে দিয়েছেন, "কেকেআরের মত একটা ঐতিহ্যবাহী দলকে নেতৃত্বের দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত। আইপিএল বিভিন্ন দেশের, আলাদা সংস্কৃতির সেরা সেরা ক্রিকেটারদের একসঙ্গে খেলার সুযোগ তৈরি করে দেয়। ট্যালেন্টেড এই দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছি।"

আরও পড়ুন: ১৫০ কিমি গতিতে আগুন ছোটান কাশ্মীরি এই পেসার! মাত্র ২০ লাখে কিনে চমক KKR-এর

"নেতা হিসেবে আমাকে বাছার জন্য কেকেআরের মালিক, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ সকলকে ধন্যবাদ জানাতে চাই। একসঙ্গে দলকে আমরা সাফল্যে পৌঁছে দিতে পারব, এই বিষয়ে আমি আশাবাদী। ভারতীয় ক্রিকেটে ইডেন গার্ডেন্স এবং কলকাতার ইতিহাস বহু পুরোনো। এই ঐতিহ্যে নতুন কাহিনী আমরা যোগ করতে চাই। সমর্থকদেরও গর্বিত করতে চাই। করব লড়ব জিতব রে!"

কেকেআর পূর্ণাঙ্গ স্কোয়াড:

আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার (রিটেনশন)

শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, নীতিশ রানা, শেলডন জ্যাকসন, শিবম মাভি (প্ৰথম দিনের নিলাম)

অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, অনুকূল রায়, রসিক দার, বাবা ইন্দ্রজিত, চামিকা করুনারত্নে, অভিজিৎ তোমার, প্ৰথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, এলেক্স হেলস, টিম সাউদি, রমেশ কুমার, মহম্মদ নবি, উমেশ যাদব এবং আমন খান (দ্বিতীয় দিনের নিলাম)

IPL KKR Kolkata Knight Riders
Advertisment