scorecardresearch

নাইটদের স্কোয়াড বাছাই নিয়ে প্রশ্ন! তিন সমস্যায় জেরবার হতে পারে KKR

কেকেআর নিলামের দল বাছাইয়ের পর একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। কোথায় কোথায় সমস্যা নাইটদের স্কোয়াডে।

নাইটদের স্কোয়াড বাছাই নিয়ে প্রশ্ন! তিন সমস্যায় জেরবার হতে পারে KKR

আইপিএল ফাইনালে ওঠার পরে কেকেআর নিলামে প্রবেশ করেছিল চারজন তারকাকে রিটেন করে- আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ার। নতুন অধিনায়ক হিসেবে কেকেআর সই করিয়েছে শ্রেয়স আইয়ারের মত তারকাকে। এছাড়াও নীতিশ রানা, শিবম মাভি এবং প্যাট কামিন্সের মত দলের পুরোনো তারকাদের ফিরিয়ে এনেছে নাইট ম্যানেজমেন্ট।

তা সত্ত্বেও কেকেআরের নিলামে একাধিক ভুল ভ্রান্তি ঘটে গিয়েছে। এই বিষয়ে ক্রিকেট মহলের প্রায় সকলেই একমত। বেশ কিছু বিষয়ে গলদ রয়ে গিয়েছে স্কোয়াডে।

ব্যাটিংয়ে ঝাঁজ কই?
আন্দ্রে রাসেল বাদে কেকেআরের ব্যাটিং লাইন আপে পাওয়ার হিটার কই, প্রশ্ন উঠছে। ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, শেলডন জ্যাকসন প্রত্যেকেই ইনিংস গড়ার কাজে দক্ষ। কিন্তু সময়ের প্রয়োজনে অতি আগ্রাসী ব্যাটিং যা ম্যাচের ফারাক গড়ে দেয়, তা কোথায়!

আরও পড়ুন: ১৫০ কিমি গতিতে আগুন ছোটান কাশ্মীরি এই পেসার! মাত্র ২০ লাখে কিনে চমক KKR-এর

রাসেল যদি ব্যাট হাতে জ্বলে উঠতে না পারে তাহলে কেকেআরের ক্ষেত্রে স্কোরবোর্ডে বড় রান জমা করা হোক বা কঠিন টার্গেট চেজ করা সমস্যার হতে পারে। আলেক্স হেলসের মত বিদেশিকে প্ৰথম একাদশে রাখলেও সেই সমস্যা কেকেআরকে ভোগাতে পারে।

সফল উইকেটকিপারের অভাব:
নিলামের একটা সময় পর্যন্ত কেকেআর স্কোয়াডে কোনও উইকেটকিপার-ব্যাটসম্যান ছিল না। একদম শেষদিকে এসে নাইটরা সই করায় শেলডন জ্যাকসন এবং স্যাম বিলিংসকে। দুজনেই যে ব্যাট করতে পারেন, তা নিয়ে সন্দেহ নেই। তবে ঘটনা হল, কোনও ফ্র্যাঞ্চাইজিই বিলিংস কিংবা জ্যাকসনের মত তারকাকে প্ৰথম একাদশে জায়গা দেওয়ার ক্ষেত্রে কিছুটা ইতস্তত বোধ করবেই। কারণ কেউই সেভাবে এই টুর্নামেন্টে পরীক্ষিত নন।

বিলিংসকে যদি প্ৰথম একাদশে রাখা হয়, তাহলে তাঁকে সম্ভবত মিডল অর্ডারে পাঠানো হবে। সেক্ষেত্রে টপ অর্ডারের ব্যাটসম্যান বাছাই নিয়ে সমস্যায় পড়বে নাইটরা। একইভাবে জ্যাকসনের আবার আইপিএলে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। কেবল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভাল খেলেছিলেন তিনি।

আরও পড়ুন: নিলামে KKR-এর মাস্টারস্ট্রোক ‘দ্বিতীয় নারিন’কে তুলে! টেনিস বলের এই তারকাই এখন তুরুপের তাস

নিলামে উইকেটকিপার-ব্যাটসম্যান বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে পারত নাইট ম্যানেজমেন্ট। টি২০ বিশ্বকাপ জয়ী উইকেটকিপার ম্যাথু ওয়েড নিলামে অবিক্রিত থেকেছেন। জনি বেয়ারস্টোর মত পাওয়ার হিটার উইকেটকিপার পেলেও নাইটদের সমস্যা অনেকটা লাঘব হত।

রিটেনশনের গলদ:
কেকেআর স্কোয়াডের নমনীয়তা নিয়ে এখনই প্ৰশ্ন উঠে গিয়েছে। নাইটদের স্কোয়াড বাছাই থেকে স্পষ্ট চার বিদেশির কোটায় প্ৰথম একাদশে তিন বিদেশি হতে চলেছেন প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল, সুনীল নারিন। ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তীও থাকবেন প্ৰথম এগারোয়।

তবে কোনও কারণে রাসেল, নারিন ফর্মে না থাকলে অথবা চোট হলে সমস্যায় পড়বে কেকেআর। সেক্ষেত্রে ভরসা করতে হবে চামিকা করুনারত্নে এবং মহম্মদ নবির ওপরে। কেকেআরের বেঞ্চ স্ট্রেন্থেও বড় নামের অভাব। কেকেআরের রিটেনশনের চার তারকা ফর্ম হারালে বিরাট সমস্যায় পড়বে নাইটরা।

কেকেআর পূর্ণাঙ্গ স্কোয়াড:
আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার (রিটেনশন)

শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, নীতিশ রানা, শেলডন জ্যাকসন, শিবম মাভি (প্ৰথম দিনের নিলাম)

অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, অনুকূল রায়, রসিক দার, বাবা ইন্দ্রজিত, চামিকা করুনারত্নে, অভিজিৎ তোমার, প্ৰথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, এলেক্স হেলস, টিম সাউদি, রমেশ কুমার, মহম্মদ নবি, উমেশ যাদব এবং আমন খান (দ্বিতীয় দিনের নিলাম)

কেকেআর সম্ভাব্য প্ৰথম একাদশ:
আলেক্স হেলস, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, শেলডন জ্যাকসন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, শিবম মাভি

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 kkr full squad three points of concerns for shreyas iyer led franchise