Advertisment

জয়ী একাদশ থেকে বড়সড় বদল নিয়ে কোহলিদের বিরুদ্ধে নামছে নাইটরা, বাদ পড়ছেন কে

IPL 2022, KKR vs RCB match preview: প্ৰথম ম্যাচে কেকেআর জয় দিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করেছে। অন্যদিকে, ডুপ্লেসিসের আরসিবি আবার হেরে বসেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

প্ৰথম ম্যাচে সিএসকেকে হারিয়ে দুরন্ত জয় পেয়েছে কেকেআর। তবে বুধবার দুরন্ত আরসিবির সামনে কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে পারে নাইট রাইডার্স। কেকেআর প্ৰথম ম্যাচে জিতলেও আরসিবি আবার শুরুর ম্যাচে স্কোরবোর্ডে ২০০ প্লাস স্কোর করেও হেরেছে পাঞ্জাব কিংসের কাছে।

Advertisment

আরসিবির জার্সিতে নেতৃত্বে নেমেই নিজের স্বপ্নের ফর্মে ধরা দিয়েছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। ৫৭ বলে ৮৮ করে আগের ম্যাচে ব্র্যাবোর্নে ঝড় তুলে দিয়েছিলেন। ওপেনার অনুজ রাওয়াত ভাল শুরু করেও বড় স্কোর গড়তে পারেননি। আপাতত ধারাবাহিকতার খোঁজে থাকবেন তিনি।

আরও পড়ুন: ভাইকে আউট করে মুখে হাত ক্রুনালের! ম্যাচের পরে মুখ খুললেন হার্দিকও, দেখুন ভিডিও

নেতৃত্বে থেকে সরে দাঁড়ানোর পরে কোহলি পাঞ্জাব ম্যাচেই প্রথম নেমেছিলেন আরসিবি জার্সিতে। আগের ম্যাচে বড় স্কোর গড়তে না পারলেও নজর কেড়েছে তাঁর ব্যাটিং। উইকেটকিপার দীনেশ কার্তিক ছোট খাটো ক্যামিওতেও নজর কেড়েছেন। বড় স্কোর তাড়া করার ক্ষেত্রে দীনেশ কার্তিকের অবদান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আরসিবির ব্যাটিং যদি আলো ছড়াতে শুরু করে তাহলে কেকেআর বোলারদের সামনে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করবে।

তবে কেকেআরের বিরুদ্ধে আরসিবির লক্ষ্য থাকবে কেকেআরের ব্যাটসম্যানদের সামনে আরও সুসংহত বোলিং উপহার দেওয়া। পাঞ্জাব ব্যাটসম্যানদের সামনে সিরাজরা বেদম মার হজম করেছিলেন। সিরাজ একাই ৪ ওভারের কোটায় ৫৯ রান খরচ করে বসেন। তবে আরসিবির বোলিং ব্রিগেডে মালমশলার কমতি নেই। গত সংস্করণের বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেল যেমন রয়েছেন, তেমন স্পিনার অলরাউন্ডার হিসেবে থাকছেন লঙ্কান প্রতিভা ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আরও পড়ুন: পিছনে দৌড়ে অবিশ্বাস্য ক্যাচ! IPL-এর সেরা ক্যাচ কি এটাই, দেখুন ভিডিও

কেকেআর অবশ্য টুর্নামেন্টে দারুণ শুরুয়াত করার পরে খোলা মনেই আরসিবির মোকাবিলা করতে নামবে। জয়ের মঞ্চে কেকেআরের সবথেকে পজিটিভ বিষয় অজিঙ্কা রাহানের ব্যাট হাতে ভরসা জাগানোর মত ইনিংস। ভেঙ্কটেশ আইয়ার প্ৰথম ম্যাচে ১৬-র বেশি করতে পারেননি। তবে তিনি নিজের দিনে যেকোনও বোলিং আক্রমণও ফালাফালা করে দিতে পারেন। মিডল অর্ডারে নাইটদের যথারীতি ভরসা জোগানোর দায়িত্ব অধিনায়ক শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস এবং শেলডন জ্যাকসনের।

বোলিং বিভাগে উমেশ যাদব দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন। তবে শিভম মাভি, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের আরও প্রভাবসম্পন্ন পারফরম্যান্স মেলে ধরতে হবে। তবে দুই দলের মধ্যে ফারাক গড়ে দিতে পারেন একা আন্দ্রে রাসেল।

এমনিতে কেকেআরের জয়ী একাদশ থেকে পরিবর্তন ঘটার সম্ভবনা কম। তবে সদ্য কোয়ারেন্টিনের মেয়াদ শেষ করে কেকেআর অনুশীলনে যোগ দিয়েছেন কিউয়ি তারকা টিম সাউদি। বুধবার শিভম মাভিকে বসিয়ে সাউদিকে নামিয়ে দিতে পারে নাইট রাইডার্স।

কেকেআর ম্যাচে শিশির ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তাই টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এমনটাই ধারণা ক্রিকেট মহলের।

কেকেআর সম্ভাব্য প্ৰথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শেলডন জ্যাকসন, উমেশ যাদব, শিভম মাভি/ টিম সাউদি, বরুণ চক্রবর্তী

আরসিবি সম্ভাব্য প্ৰথম একাদশ:
ফাফ ডুপ্লেসিস, অনুজ রাওয়াত, বিরাট কোহলি, বিরাট কোহলি, দীনেশ কার্তিক, শেরফানে রাদারফোর্ড, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, আকাশদীপ

RCB KKR Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL
Advertisment