আসন্ন আইপিএলের জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। স্কোয়াডের অধিকাংশ তারকা কোয়ারেন্টিন পর্ব মিটিয়ে মাঠে নেমে পড়েছেন। তবে বেশ কিছু তারকা বর্তমানে কোয়ারেন্টিন সারছেন। অনেকেই আবার দলে যোগ দেওয়ার অপেক্ষায়।
Advertisment
ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস কিছুদিন আগেই মুম্বইয়ে চলে এসেছিলেন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি। হোটেলে তিনদিনের কোয়ারেন্টিন সহ বাকি প্রটোকল শেষ করে দ্রুত মাঠে নেমে পড়বেন তিনি। হোটেলে আইসোলেশনে থাকার সময়ে সমর্থকদের মুখোমুখি হতে হয়েছিল তারকাকে।
আইপিএলের প্রাক্তন চ্যাম্পিয়ন এই তারকা এক সমর্থকের ইচ্ছা পূরণ করে হিন্দিতেও কথা বললেন। আইপিএলে থাকার সময় একাধিকবার বিলিংসকে হিন্দি শেখার চেষ্টা করতে দেখা গিয়েছিল। এবার সরাসরি হিন্দিতে কথা বলার ভিডিও ভাইরাল।
কেকেআরে বেস প্রাইস ২ কোটি টাকায় বিলিংস নিলামে যোগ দিয়েছিলেন। এর আগে দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন তিনি গত মরশুমে। ২০১৮, ২০১৯-এ বিলিংস আবার ধোনির সিএসকে শিবিরের অংশ ছিলেন।
উইকেটকিপার-ব্যাটসম্যানের কোটায় বিলিংস কেকেআর একাদশে নিয়মিত খেলার সুযোগ পেতে পারেন। নাইট রাইডার্স দলকে আসন্ন মরশুমে নেতৃত্ব দেবেন ১২.২৫ কোটিতে কেকেআরে যোগ দেওয়া শ্রেয়স আইয়ার। আইয়ারের সঙ্গে দিল্লি ক্যাপিটালসে ছিলেন বিলিংস।
নাইট রাইডার্স আসন্ন আইপিএলে অভিযান শুরু করছে সিএসকের বিরুদ্ধে। ২৬ তারিখে টুর্নামেন্টের প্ৰথম ম্যাচেই দুই দল মুখোমুখি হবে ওয়াংখেড়েতে। মে-র ১৮-য় কেকেআর লিগের শেষ ম্যাচ খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। টুর্নামেন্টের প্লে অফের ভেন্যু এখনও চুড়ান্ত হয়নি।