আইপিএল শুরুর আগেই বড়সড় চমক দিল রাজস্থান রয়্যালস। শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার লাসিথ মালিঙ্গাকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করল তারকা খচিত ফ্র্যাঞ্চাইজি। মালিঙ্গার আইপিএল পরিচিতি পুরোটাই মুম্বই ইন্ডিয়ান্স কেন্দ্রিক। আইপিএলের সফলতম বোলারও হয়ে উঠেছেন মুম্বই ইন্ডিয়ান্সে খেলে। তবে কোচিং পর্বের শুরুটা হচ্ছে রাজস্থান রয়্যালসের জার্সিতে। গত বছরই আইপিএল থেকে অবসর নিয়েছিলেন। তবে বছর ঘুরতে না ঘুরতেই নয়া অবতারে হাজির হচ্ছেন তিনি। প্ৰথমবার আইপিএলে কোচ হিসেবে দেখা যাবে তাঁকে।
রয়্যালস ফ্র্যাঞ্চাইজি টুইটারে শুক্রবার বড়সড় ঘোষণায় জানিয়ে দেয়, "বলে ফের চুম্বন। লাসিথ মালিঙ্গা আইপিএলে গোলাপি জার্সিতে।" আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি মালিঙ্গা। ১২২ ম্যাচে তাঁর সংগ্রহে ১৭০ উইকেট। টুর্নামেন্টে তিনি খুব অল্প সংখ্যক ক্রিকেটারদের অন্যতম যাঁরা একই ফ্র্যাঞ্চাইজিতে গোটা কেরিয়ার খেলেছেন। মালিঙ্গাকে মুম্বই বাদে অন্য কোনও দলে খেলতে দেখা যায়নি। মুম্বইয়ের পাঁচবার আইপিএল জয়ী দলের সদস্য তিনি। একাধিকবার দলকে একার হাতে জিতিয়েছেন।
মালিঙ্গাকে ধরা হয় বিশ্বের অন্যতম সেরা ধ্বংসাত্মক বোলার। টিম ইন্ডিয়ায় খেলা প্রসিদ্ধ কৃষ্ণ, নভদীপ সাইনিদের গড়ে তোলার ভার আপাতত তাঁর হাতে। বিদেশি পেসারদের মধ্যে রাজস্থান রয়্যালস স্কোয়াডে রয়েছেন ট্রেন্ট বোল্ট, ওয়েস্ট ইন্ডিজের ওবেদ ম্যাককয়।
আরও পড়ুন: IPL-এ অবিক্রিত, জাতীয় দলেও বাদ! বিরাট চুক্তিতে বিদেশে খেলবেন পূজারা
মার্চের ২৯-এ রাজস্থান রয়্যালস নিজেদের টুর্নামেন্ট অভিযান শুরু করছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। নিলামের আগে রাজস্থান তিন তারকাকে রিটেন করেছিল- সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সোয়াল। সঞ্জু স্যামসন এবারেও দলকে নেতৃত্ব দেবেন।
নিলাম থেকে রাজস্থান রয়্যালস রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালদের মত সেরা দুই স্পিনারকে যেমন কিনেছে, তেমন বিদেশিদের মধ্যে দলে নিয়েছে শিমরন হেটমায়ার, রাসি ভ্যান ডার ডুসেন, জিমি নিশাম, ড্যারেল মিচেলদের মত তারকাদের।