আইপিএল শুরুর আগেই বড়সড় ধাক্কা নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপারজায়ান্টস দলের। কনুইয়ে চোট পেয়ে ছিটকে গেলেন তারকা পেসার মার্ক উড। ইংল্যান্ডের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার সময়েই গত সপ্তাহে ডান হাতের কনুইয়ে চোট পান।
ইংল্যান্ডের বনাম ওয়েস্ট ইন্ডিজের প্ৰথম টেস্ট চলাকালীনই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন উড। তারপরেই তারকা পেসারের আইপিএল খেলা নিয়ে সংশয় হাজির হয়েছিল। চোটের কারণে গোটা টেস্টে মাত্র ১৭ ওভার বল করেন তিনি। তারপরে উঠে যান। তারপরে সাইড লাইনেই দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: কুসংস্কার কিংবা সৌভাগ্য নয়! কেন ৭ নম্বর জার্সি পরেন, ধোনি জানালেন নিজেই, রইল ভিডিও
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ইসিবির পক্ষ থেকে তারপরেই সুপারজায়ান্টস দলের কাছে মার্ক উডের চোটের বিষয়ে অবহিত করা হয়। তারপরেই এদিনের বড়সড় আপডেট। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও কোনও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি।
ফেব্রুয়ারিতে ৭.৫ কোটি টাকায় নিলাম থেকে লখনৌ ফ্র্যাঞ্চাইজি কেনে ইংরেজ তারকা পেসারকে। মার্ক উড আইপিএলে নিয়মিত ছিলেন না। একমাত্র ম্যাচ খেলেন ২০১৮-য় সিএসকের হয়ে। তবে গত কয়েক বছরে উড নিজেকে সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরাদের তালিকায় তুলে এনেছেন। এই মরশুমে নিলামে মার্ক উডের যোগদানে লখনৌ সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন।
মার্ক উড নিজেও মুখিয়ে ছিলেন আইপিএলে বিশাল অর্থে বিক্রীত হওয়ায়। ৭.৫ কোটি টাকা পাওয়ার পরে মার্ক উড বলেছিলেন, দুর্ধর্ষ অনুভূতিতে আচ্ছন্ন হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: প্রবল সঙ্কটে শামির টি২০ কেরিয়ার! বিশ্বকাপের আগেই পাকাপাকি বাদ পড়তে পারেন
"যেই মাত্র চূড়ান্ত অঙ্ক ঘোষিত হল, তখন তা কত পাউন্ড তা জিজ্ঞাসা করে সারা। আমাদের একাউন্ট ফ্রিজ করে দেওয়ার কথাও মাথায় এসেছিল, যাতে এই অঙ্ক উধাও না হয়ে যায়। তবে আমরা বিশাল আনন্দিত হয়েছিলাম। অদ্ভুত একটা অনুভুতি হচ্ছিল। একটা কম্পিউটার গেমসের মত বোধ হচ্ছিল আমাদের, যা বাস্তব নয়। ফুটবলে ম্যানেজারদের ট্রান্সফারের মত। তবে একবার চুক্তি হয়ে যাওয়ার পরে ভীষণ মাত্রায় গোটা ঘটনা সত্যি লাগছিল।" ইংল্যান্ডের দ্য গার্ডিয়ান-কে এমনটাই বলেছিলেন উডস।
আপাতত মার্ক উডের বিকল্প বেছে নিতে হবে লখনৌ সুপার জায়ান্টসকে। অবিক্রিত অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন মোজেস হেনরিক্স, এন্ড্রু টাই, কেন রিচার্ডসনদের মত নাম। কাকে এখন বিকল্প বাছে লখনৌ, সেটাই দেখার।