Advertisment

৩ বছর আগে IPL-এ বেগুনি টুপি জিতেছিলেন! তাঁকেই সই করিয়ে চমক রাহুলের লখনৌয়ের

গত সপ্তাহে জাতীয় দলের হয়ে খেলার সময় ইংল্যান্ডের পেসার মার্ক উড কনুইয়ে চোট পান। তারপরেই তিনি ছিটকে যান আইপিএল থেকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চোট পেয়ে পেসার মার্ক উড ছিটকে যাওয়ায় বড় সমস্যায় পড়েছিল লখনৌ সুপার জায়ান্টস। আইপিএলের মাত্র এক সপ্তাহ আগে উড ইংল্যান্ডের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলার সময় চোট পেয়ে বসেন। ডান হাতের কব্জির চোট মার্ক উডকে স্রেফ জাতীয় দলেই অনিশ্চিত করে দেয়নি, আইপিএল থেকেও ছিটকে দিয়েছে।

Advertisment

বুধবার লখনৌ সুপার জায়ান্টস মার্ক উডের পরিবর্তের নাম জানিয়ে দিল লখনৌ দল। উডের বদলি হিসাবে লখনৌ শিবিরে যোগ দিলেন অস্ট্রেলিয়ার এন্ড্রু টাই। ফ্র্যাঞ্চাইজির বোলিং সামলানোর দায়িত্ব পড়ল অস্ট্রেলীয় অলরাউন্ডারের ওপর।

আন্তর্জাতিক পর্যায়ে অস্ট্রেলিয়ার হয়ে ৩২টি ম্যাচ খেলেছেন টাই। ১ কোটি টাকার বেস প্রাইসে আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন তিনি। অজি তারকা অতীতে সিএসকে, গুজরাট লায়ন্স, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮-য় আইপিএলের বেগুনি টুপির মালিকও তিনি।

আরও পড়ুন: শুরু IPL-এর টিকিট বিক্রি! কোথায়, কখন, কীভাবে কিনবেন টিকিট, বড় ঘোষণা BCCI-এর

পেস বিভাগে টাইয়ের সঙ্গেই থাকছেন আবেশ খান। গত আইপিএলের যিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। এছাড়াও রয়েছেন দুষ্মন্ত চামিরা, অঙ্কিত রাজপুতরা। লখনৌ ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে কিনেছে অলরাউন্ডার জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, মার্কাস স্টোয়িনিসদের মত তারকাদের।

কেএল রাহুলের নেতৃত্বে এই প্ৰথমবার আইপিএলে অভিষেক ঘটছে লখনৌ ফ্র্যাঞ্চাইজির। আরপিএসজি গ্রুপের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হয়েছেন এন্ডি ফ্লাওয়ার। নিলামের আগেই গৌতম গম্ভীরকে মেন্টর হিসাবে নিয়োগ করা হয়।

IPL IPL Auction 2022 ipl auction
Advertisment