আইপিএলে আমিরশাহিতে দ্বিতীয় পর্ব শুরুর আগেই বড়সড় ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। জানিয়ে দিয়েছিলেন, মরশুম শেষে আরসিবির নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। কোহলির নেতৃত্বের শেষ আইপিএলে আরসিবি প্লে অফে পৌঁছলেও এলিমিনেটরে কেকেআরের কাছে হেরে ছিটকে যায়।
আরসিবি আগামী মরশুমের জন্য ইতিমধ্যেই বিরাট কোহলির সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজকে রিটেন করেছে। তবে নিলামে আরসিবির দল গঠনের সঙ্গেই মাথায় রাখতে হচ্ছে পরবর্তী ক্যাপ্টেন কে হবেন, সেই বিষয়টি।
আরও পড়ুন: শাস্ত্রী-কোহলির দাপট থামানোর জন্যই নিয়োগ ধোনির! বিশ্বকাপে BCCI-এর সিদ্ধান্তে বিস্ফোরক দাবি
এমন অবস্থায় একাধিক সর্বভারতীয় মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নিলামে মনীশ পান্ডেকে কিনে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আরসিবি ম্যানেজমেন্ট। কোহলির বদলে এবার আরসিবি নেতা বাছতে চলেছে ডান হাতি এই তারকা ব্যাটসম্যানকে।
২০০৯-এ মনীশ পান্ডে আরসিবি স্কোয়াডে ছিলেন। টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে প্ৰথম শতরান হাঁকানোর কৃতিত্বও মনীশ পান্ডের দখলে। আরসিবি ছেড়ে এরপরে তিন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে মনীশ পান্ডেকে খেলতে দেখা গিয়েছে- কেকেআর, পুনে ওয়ারিয়র্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।
কেন মনীশ পান্ডেকে নেতা বাছতে চলেছে তারকা খচিত ফ্র্যাঞ্চাইজি? বলা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটে কর্ণাটক রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দলকে নেতৃত্ব দেন মনীশ। অধিনায়কত্বে ভালই অভিজ্ঞতা রয়েছে তারকার।
আরও পড়ুন: বেনজির সঙ্কটে গোটা দেশ, আইপিএল নিয়ে মহা বৈঠকের আয়োজন সৌরভদের
এছাড়াও কোহলি ওপেন করায় তিন নম্বর পজিশনে ব্যাট করতে পারবেন তিনি। রাজ্য দলের হয়ে তিন নম্বরে ব্যাট করেন তিনি। আইপিএলে সমস্ত ফ্র্যাঞ্চাইজির জার্সিতে নিয়মিত খেলেন প্ৰথম একাদশে। ১৫৪ আইপিএল খেলে তারকার ৩০.৬৮ গড়ে ব্যাট হাতে সংগ্রহ ৩৫৬০ রান। আইপিএলের নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদ রিলিজ করে দিয়েছিল মনীশকে। তাঁকে আরসিবি শেষ পর্যন্ত দলে সই করাতে পারে কিনা, সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন