Advertisment

IPL নিলাম: কোন দলের হাতে কত কোটি, কীরকম স্কোয়াড নিয়ে মহা-যুদ্ধে! জানুন একনজরে

আইপিএলের আসর বসছে ফেব্রুয়ারির ১২-১৩ তারিখে, বেঙ্গালুরুতে। নিলাম নিয়ে এখনই উত্তেজনা তুঙ্গে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলের মেগা নিলামের দিনক্ষণ আসন্ন। মেগা নিলামের টেবিলে মুখোমুখি বসছে ১০ ফ্র্যাঞ্চাইজি। ১৫ তম সংস্করণে টুর্নামেন্টের সম্প্রসারণ ঘটেছে। নতুন দুই দল হিসাবে আত্মপ্রকাশ করেছে লখনৌ এবং আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। দুই নতুন দলকে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির রিলিজ করা তিনজন করে ক্রিকেটারকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

Advertisment

সেই তিনজন করে ক্রিকেটার বেছে নেওয়ার পরে বোর্ডের তরফে অবশেষে জানিয়ে দেওয়া হয়েছে মোট ১২১৪ ক্রিকেটার নিজেদের নাম নিলামে নথিভুক্ত করেছেন। তবে চূড়ান্ত বাছাইয়ে মাত্র ৫৯০ জন ক্রিকেটার মেগা নিলামে জায়গা পেয়েছেন।

আরও পড়ুন: ২০ লক্ষ নয়, মেগা নিলামের আগে নিজের বেস প্রাইস অনেকটাই বাড়ালেন শাহরুখ

যদিও কোনও ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে এই মুহূর্তে চার জনের বেশি ক্রিকেটার নেই, তবে হাতে থাকা অর্থের মধ্যে বিশাল ফারাক রয়েছে। দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে মাত্র ৪৭.৫ কোটি টাকা। অন্যদিকে, পাঞ্জাব কিংসের হাতে রয়েছে সবথেকে বেশি অর্থ- ৭২ কোটি টাকা।

দেখে নেওয়া যাক, কোন দলের হাতে কত অর্থ রয়েছে এই মুহূর্তে-
চেন্নাই সুপারকিংস: হাতে রয়েছে ৪৮ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২১টি,
দিল্লি ক্যাপিটালস: হাতে রয়েছে ৪৭.৫ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২১টি,
কেকেআর: হাতে রয়েছে ৪৮ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২১টি,
মুম্বই ইন্ডিয়ান্স: হাতে রয়েছে ৪৮ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২১টি,
লখনৌ সুপার জায়ান্টস: হাতে রয়েছে ৫৯ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২২টি,
পাঞ্জাব কিংস: হাতে রয়েছে ৭২ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২৩টি,
রাজস্থান রয়্যালস: হাতে রয়েছে ৬২ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২২টি,
আরসিবি: হাতে রয়েছে ৫৭ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২২টি,
সানরাইজার্স হায়দরাবাদ: হাতে রয়েছে ৬৮ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২২টি,
টিম আহমেদাবাদ: হাতে রয়েছে ৫২ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২২টি।

আরও পড়ুন: ১২ বছর পর IPL-এ নেই গেইল! অনুরোধ সত্ত্বেও নাম লেখালেন না নিলামে

বর্তমানের আট দলকে দুজন করে বিদেশি ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও নয়া দুই ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে অপশন ছিল তিনজনদের ড্রাফটিংয়ের মধ্যে মাত্র একজন বিদেশিকে বাছাই করার। এই মুহূর্তে একমাত্র কেকেআর স্কোয়াডে রয়েছে সর্বোচ্চ দুই বিদেশি। পাঞ্জাব কিংস আবার একজন বিদেশিকেও স্কোয়াডে রাখেনি।

আইপিএলের বর্তমান স্কোয়াড:
আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি- হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, রশিদ খান
কেকেআর- আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার
সানরাইজার্স হায়দরাবাদ- কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক
আরসিবি- বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ
রাজস্থান রয়্যালস- সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সোয়াল
পাঞ্জাব কিংস- অর্শদীপ সিং, মায়াঙ্ক আগারওয়াল
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, কায়রণ পোলার্ড এবং সূর্যকুমার যাদব
লখনৌ সুপার জায়ান্টস- কেএল রাহুল, মার্কাস স্টোইনিস এবং রবি বিশ্নোই
দিল্লি ক্যাপিটালস- ঋষভ পন্থ, পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, আনরিখ নর্জে

ক্রিকেটাররা নিলামে সর্বাধিক ২ কোটি টাকা নিজেদের বেস প্রাইস বাছতে পারেন। জাতীয় দলের হয়ে একটাও ম্যাচ না খেলা ক্রিকেটারদের সর্বোচ্চ বেস প্রাইস হতে পারে ৪০ লক্ষ। নিলামের নূন্যতম বেস প্রাইস ২০ লক্ষ টাকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI IPL
Advertisment