Advertisment

১১ বছর পরে KKR-এর বিপক্ষে শুরুতেই CSK, প্ৰথম ম্যাচে কেমন ধোনিদের জয়ের ইতিহাস

প্ৰথম ম্যাচে সিএসকে ১২ মরশুমে জিতেছে ৬বার। কেকেআরের বিরুদ্ধে শেষবার সিএসকে প্ৰথম ম্যাচ খেলে ২০১১-য়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএল শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। সমর্থকরা প্রিয় দলের ইতিহাস এবং পরিসংখ্যান নিয়ে ইতিমধ্যেই নাড়াচাড়া করে দিয়েছেন। ২৬ মার্চ আইপিএলের প্ৰথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কেকেআর এবং সিএসকে। কেকেআরের নেতৃত্বে এবার শ্রেয়স আইয়ার। যাঁকে বিশাল অর্থ খরচ করে কিনে নিয়েছিল নাইট রাইডার্স। এই নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়বার সিএসকে কেকেআরের বিরুদ্ধে টুর্নামেন্ট অভিযান শুরু করছে। ২০২২-এর আগে সেই ২০১১-এ আইপিএলের প্ৰথম ম্যাচে নেমেছিল নাইট বাহিনী এবং ইয়েলো ব্রিগেড।

Advertisment

১১ বছর আগে আইপিএলের শুরুর ম্যাচে চেন্নাই এবং কেকেআর দ্বৈরথে ধোনিরা মাত্র ২ রানে জয় পেয়েছিল। সেই ম্যাচে ধোনি ২১ বলে ২৯ রানের দুরন্ত এক ইনিংস খেলেন। প্ৰথমে ব্যাট করে কেকেআরের সামনে ১৫৪ রানের টার্গেট রেখেছিলেন ধোনিরা। সেই রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নাইটরা ১৫১ রানে থেমে যায়।

আরও পড়ুন: ভারতের জয়ে কোহলি-শাস্ত্রীকে খোঁচা দিয়ে টুইট! বেনজির বিতর্কের মুখে কাইফ

প্ৰথম ম্যাচে সিএসকের রেকর্ড:
আইপিএলের প্ৰথম ম্যাচে চেন্নাইয়ের জয়ের শতকরা হার ৫০ শতাংশ। গত ১২ বছরে সিএসকে ৬ বার প্ৰথম ম্যাচে জয় লাভ করেছে, হারের সংখ্যাও ৬টিতে। উল্লেখ্য, মাঝে ২ বছর সিএসকে গড়াপেটার কারণে টুর্নামেন্টে নির্বাসিত ছিল।

গত মরশুমে সিএসকের প্ৰথম ম্যাচ:
২০২১ আইপিএলে চেন্নাই সুপার কিংস প্ৰথম ম্যাচে নেমেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ঋষভ পন্থের দিল্লি সেই ম্যাচে ৭ উইকেটে পরাস্ত করে ধোনিদের। প্ৰথমে ব্যাট করে সিএসকে দিল্লির সামনে ১৮৯ রানের টার্গেট রাখে। দিল্লি মাত্র ৩ উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতেই সেই রান তুলে দেয়।

প্ৰথম ম্যাচে CSK-র রেকর্ড:
২০০৮: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ী
২০০৯: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাস্ত
২০১০: ডেকান চার্জার্স-এর বিরুদ্ধে পরাস্ত
২০১১: কেকেআরের বিরুদ্ধে জয়ী
২০১২: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাস্ত
২০১৩: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাস্ত
২০১৪: কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে পরাস্ত
২০১৫: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ী
২০১৮: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ী
২০১৯: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ী
২০২০: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ী
২০২১: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাস্ত

IPL KKR Kolkata Knight Riders CSK MS DHONI Chennai Super Kings
Advertisment