Advertisment

দিল্লির কাছে হারের পরেই বড়সড় দুঃসংবাদ! ১২ লক্ষ টাকা জরিমানা হল রোহিতের

দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পরেই ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হল অধিনায়ক রোহিত শর্মাকে। স্লো ওভার রেটের কারণে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দিল্লির কাছে হারের ধাক্কা মেটার আগেই আরও বড় দুঃসংবাদ ধেয়ে এল রোহিত শর্মার দিকে। দিল্লির বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে ১২ লক্ষ টাকা জরিমানা হল ক্যাপ্টেন রোহিতের। রবিবার দিল্লির কাছে চার উইকেটে হার হজম করে মুম্বই।

Advertisment

তারপরে আইপিএলের মিডিয়া রিলিজে জানিয়ে দেওয়া হয়, ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রবিবার দিল্লির বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আইপিএলের কোড কন্ডাক্ট অনুযায়ী, মরশুমের প্ৰথম ভুল হওয়ায় ক্যাপ্টেনের স্রেফ ১২ লক্ষ টাকা জরিমানা দিয়ে ছাড় দেওয়া হল।

আরও পড়ুন: KKR-এর উমেশকে কুৎসিত মন্তব্য হেডেনের! অজি কিংবদন্তির বেনজির বিতর্কে তোলপাড় IPL

যাইহোক, স্কোরবোর্ডে ১৭৭ তুলেও শেষরক্ষা করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। অক্ষর প্যাটেল এবং ললিত যাদবের ব্যাটে ভর করে দুর্ধর্ষ রান চেজের সাক্ষী রেখে ব্র্যাবোর্নে জিতে মাঠ ছাড়ল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।

বড়সড় টার্গেট তাড়া করতে নেমে দিল্লি একসময় ১৩ ওভারের মধ্যেই দলের হাফডজন উইকেট হারিয়ে বসেছিল। আস্কিং রেট তখন ১০ ছাড়িয়ে গিয়েছে। তবে সেখান থেকেই ম্যাচে প্রত্যাবর্তন করে বসল দিল্লি। ললিত যাদব এবং অক্ষরের সৌজন্যে।

দুজনে সপ্তম উইকেটে ২৯ বলে বিষ্ফোরক ৭৫ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে দলকে জিতিয়ে দেন। ১৫ রানে লং অনে অক্ষর প্যাটেলের সহজ ক্যাচ হাতছাড়া করেন টিম ডেভিড। শেষ পর্যন্ত জাতীয় দলের তারকা অলরাউন্ডার অপরাজিত থাকলেন ১৭ বলের ৩৮ রানের ইনিংসে। ২২৩.৫২ স্ট্রাইক রেট নিয়ে অক্ষর হাঁকালেন জোড়া ওভার বাউন্ডারি, তিনটে বাউন্ডারি। পাঁচে নামা ললিতের ব্যাট থেকে এল ৩৮ বলে ৪৮ রানের ম্যাচ জেতানো ইনিংস।

Mumbai Indians Rohit Sharma IPL
Advertisment