Advertisment

IPL-এ ১০.৭৫ কোটির চুক্তি! আনন্দে কলকাতার হোটেলেই পিজ্জা পার্টি সুপারস্টারের

নিলামে বিশাল অর্থ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা নিকোলাস পুরান। তারপরেই দেশীয় সতীর্থদের পিজ্জা পার্টি দিলেন ক্যারিবীয় তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলের মেগা নিলামে বিরাট অঙ্কের চুক্তি পেয়েছেন নিকোলাস পুরান। সানরাইজার্স হায়দরাবাদ ১০.৭৫ কোটি টাকায় কিনে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তারকাকে। গত মরশুমে পুরান মোটেই ব্যাট হাতে ফর্মে ছিলেন না। সেই কারণে ৫ কোটির ওপরে তিনি যে আর্থিক চুক্তি আদায় করে নেবেন তা ভাবা যায় নি।

Advertisment

তবে ক্যারিবীয় তারকার জন্য ঝাঁপিয়ে পড়েছিল কেকেআর এবং সানরাইজার্স হায়দরাবাদ। আর নাইটদের হারিয়ে শেষ পর্যন্ত বাজিমাত করে হায়দরাবাদ। ১০.৭৫ কোটি দরে তারকাকে কেনে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। আর মোটা অঙ্কের চুক্তি আদায় করে পুরান সরাসরি হোটেলে দেশীয় সতীর্থদের জন্য পিজ্জা পার্টি দিয়ে দিলেন।

আরও পড়ুন: KKR-এর স্কোয়াড নিয়ে আলোচনা তুঙ্গে, কেমন হতে চলেছে নাইটদের IPL একাদশ, হিসাব রাখুন

সংবাদসংস্থার খবর অনুযায়ী, হোটেলে ১৫টি পিজ্জার অর্ডার করেন তারকা। যার দাম ১৫ হাজার টাকার। কলকাতায় খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয় দলের লোক্যাল ম্যানেজার সংবাদসংস্থাকে জানিয়েছেন, "বাইরের খাবারে যেহেতু অনুমতি নেই, তাই হোটেলের শ্যেফের কাছে পুরান ১৫টি পিজ্জার অর্ডার করেন। প্রশিক্ষিত শ্যেফের তত্ত্বাবধানে যা বানানো হয়। গ্রেড ওয়ানের বায়ো বাবলের জন্য পিজ্জার তাপমাত্রা, কীভাবে তা স্যানিটাইজ করা হবে, তা নির্ধারণ করার পরেই হোটেলের রুমে পাঠানো হয়। সবমিলিয়ে ১৫টা পিজ্জা বাক্স ছিল। রুমে পাঠানোর আগে তা ভালভাবে স্যানিটাইজ করা হয়। সংশ্লিষ্ট ক্রিকেটারকেই সেই দাম মিটিয়ে দিতে হয়।"

আরও পড়ুন: নিলামে KKR-এর মাস্টারস্ট্রোক ‘দ্বিতীয় নারিন’কে তুলে! টেনিস বলের এই তারকাই এখন তুরুপের তাস

পুরানের নাম উঠতেই প্ৰথমে বিড দেওয়া শুরু করে সিএসকে। তবে ৫ কোটি দাম ওঠার পরেই পিছু হটে চেন্নাই। এরপরে হায়দরাবাদ নিলাম-যুদ্ধে অংশ নিয়ে দাম তুলে নিয়ে যায় ১০.৭৫ কোটিতে।

তবে ২০২১-এর আইপিএলে মোটেই ফর্মে ছিলেন না পুরান। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন ১২ ম্যাচে মাত্র ৮৫ রান করেন। চারবার শূন্য করেন তিনি।

আপাতত নিলাম পিছনে সরিয়ে পুরান জাতীয় দলের জার্সিতে বুধবার ইডেনে প্ৰথম টি২০-তে খেলতে নামছেন। পোলার্ডের অনুপস্থিতিতে পুরান দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন ক্যারিবিয়ানদের। তবে টি২০ সিরিজে ফিট হয়ে উঠেছেন পোলার্ড। তিনিই নেতৃত্বের দায়িত্ব তুলে নিচ্ছেন।

Sunrisers Hyderabad West Indies IPL
Advertisment