Advertisment

IPL 2022: রায়না নয়, রয়ের বদলে এই সুপারস্টারকে নেওয়ার পথে হার্দিকের টাইটান্স

নিলামে জেসন রয়কে কিনেছিল গুজরাট টাইটান্স। তবে জেসন রয় বাবল ক্লান্তির কথা বিবেচনা করে নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএল শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে গুজরাট টাইটান্স। ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয় বায়ো বাবলের কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন আসন্ন আইপিএল থেকে। তাঁর পরিবর্তে সুরেশ রায়নাকে গুজরাট টাইটান্স দলে দেখার দাবিতে ক্রিকেট ভক্তরা শোরগোল ফেলে দিলেও সেকথাও কর্ণপাত করছেন না নতুন ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে রয়ের বদলে টাইটান্স শিবির নিতে পারে আফগানিস্তানের হার্ড হিটার রহমতুল্লা গুরবাজকে। এমনটাই জানানো হচ্ছে সর্বভারতীয় একাধিক প্রচারমাধ্যমে।

Advertisment

স্ট্রাইক রেট ১৫০-এর ওপরে। আফগান তারকা প্রয়োজনে উইকেটকিপার হিসাবেও খেলতে পারেন। সেই কারণেই তাঁকে নেওয়ার বিষয়ে টাইটান্স শিবির প্রায় মনস্থির করে ফেলেছে। ২০ বছরের আফগান বিস্ময় প্রতিভা ৬৯টি টি২০ ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ১১৩ বার। এছাড়াও জাতীয় দলের হয়ে ৯টি ওয়ানডে এবং ১২টি টি২০ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও পড়ুন: KKR-ই হয়ত এবার IPL চ্যাম্পিয়ন! পাঁচ কারণে নাইটদের শিরোপা জেতা সময়ের অপেক্ষা, জানুন

জানা যাচ্ছে বিসিসিআইয়ের কাছে পরিবর্ত ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে এখনও সবুজ সংকেত না মেলায় সরকারিভাবে গুজরাট শিবির গুরবাজের নাম ঘোষণা করতে পারেনি। গুরবাজকে টাইটান্স শিবিরে নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন রশিদ খান। ফ্র্যাঞ্চাইজির তরফে রশিদ খানের পরামর্শ নেওয়া হয়। তিনিই জাতীয় দলের সতীর্থ গুরবাজের নাম সাজেস্ট করেন।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গুরবাজ বেশ নামি মুখ। পাক সুপার লিগে মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছেন তিনি। লঙ্কান প্রিমিয়ার লিগে ক্যান্ডি তাস্কার্স এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্স দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও পড়ুন: নাইটদের স্কোয়াড বাছাই নিয়ে প্রশ্ন! তিন সমস্যায় জেরবার হতে পারে KKR

গুজরাট এমনিতে অস্ট্রেলীয় উইকেটকিপার ম্যাথু ওয়েডকে আইপিএল শুরুর তিন সপ্তাহ পাবে না। স্কোয়াডে অন্য কিপার হিসাবে রয়েছেন ঋদ্ধিমান সাহা। টি২০ কিপার হিসাবে সেভাবে বিশ্বাসযোগ্য না হলেও ওয়েডকে না পাওয়া পর্যন্ত বাধ্য হয়ে তাঁকে খেলানোর প্ল্যান ছিল টাইটান্স শিবিরে। এখন গুরবাজ শিবিরে যোগ দিলে মুশকিল আসান হতে পারে ফ্র্যাঞ্চাইজির।

গুরবাজকে খেলানোর বিষয়ে বোর্ড প্রয়োজনীয় ছাড়পত্র দিলে হেড কোচ আশিস নেহরা এবং ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন।

Suresh Raina IPL Cricket News
Advertisment