আইপিএলের তৃতীয় ম্যাচে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস এবং আরসিবি। রবিবার ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচে নামছে দুই দল। কেএল রাহুল এবং রবি বিশ্নোইয়ের মত তারকাকে নিলামের আগে হারাতে হলেও পাঞ্জাব ভালভাবেই নিজেদের দল সাজিয়ে নিয়েছে। নিলাম থেকে পাঞ্জাব লিয়াম লিভিংস্টোন, শিখর ধাওয়ানদের মত তারকাদের তুলে নিয়েছে।
অন্যদিকে, ফাফ ডুপ্লেসিসের নেতৃত্বে নতুন জমানা শুরু করতে চলেছে আরসিবি। আরসিবিও নিলামে নিজেদের ভাঙা দল গুছিয়ে নিয়েছে বেশ কিছু দুরন্ত প্লেয়ারকে ঘরে তুলে। শক্তি এবং ভারসাম্যের বিচারে দুই দলই।সমান সমান। তবে ব্যাটিংয়ের শক্তিতে নিঃসন্দেহে এগিয়ে পাঞ্জাব।
আরও পড়ুন: রবিবার হাইভোল্টেজ ম্যাচে দিল্লি বনাম মুম্বই! রোহিত-পন্থরা প্ৰথম একাদশ কেমন সাজাচ্ছেন, জানুন
পিচ: ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ব্যাটসম্যান, বোলাররা পিচ থেকে সমান সুবিধা পাবেন। নতুন বল ব্যাটে দারুণভাবে আসবে। পাওয়ার প্লে-র ওভারে তাই ব্যাটসম্যানরা চার-ছক্কার ফুলঝুরি ছোটাতে পারেন। তবে ম্যাচ যত গড়াবে, ততই পিচ স্লো হয়ে যেতে পারে। ম্যাচের দ্বিতীয় পর্বে শিশির গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই টসে জয়ী দল রান চেজ করতে চাইবে।
যাঁরা নজর কাড়তে পারেন:
অনুজ রাওয়াত: আরসিবির হয়ে আইপিএলে অভিষেক ঘটতে পারে উইকেটকিপার ব্যাটসম্যান অনুজ রাওয়াতের। পেস এবং স্পিনে সমান স্বচ্ছন্দ তিনি। আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন। এবারের আইপিএলে নতুন তারা হিসাবে উদয় হতে পারেন তিনি।
শিখর ধাওয়ান- আইপিএলে বিপুল অভিজ্ঞতা নিয়ে এবার দিল্লি থেকে পাঞ্জাবে পাড়ি জমিয়েছেন ধাওয়ান। তাঁর অভিজ্ঞতা এবার মায়াঙ্ক আগারওয়ালদের বড় সম্পদ। গত কয়েক মরশুমে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। এবারেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন বাঁ হাতি তারকা।
আরও পড়ুন: সঞ্জুকে কানে দুল পরিয়ে অশালীন রাজস্থান! মেজাজ হারিয়ে ভয়ঙ্কর কাণ্ড রয়্যালস ক্যাপ্টেনের
লিয়াম লিভিংস্টোন- জনি বেয়ারস্টো এখনও পাঞ্জাব দলে যোগ দেননি। তাই কিংসদের হয়ে তিন নম্বরে নামতে দেখা যাবে লিয়াম লিভিংস্টোনকে। টপ অর্ডারে আগেও ব্যাট করার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া ইংরেজ তারকার স্পিন ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।
মহম্মদ সিরাজ- যে কোনও ফরম্যাটে সিরাজ নির্ভরযোগ্য বোলার। তাঁর ওপর যে আরসিবির ভালমত আস্থা রয়েছে, নিলামের আগে রিটেন করাতেই তা স্পষ্ট। দলে হর্ষল প্যাটেল, কিংবা ডেভিড উইলিরা থাকলেও পাঞ্জাব ম্যাচে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে সিরাজের স্পেল।
পাঞ্জাব কিংস সম্ভাব্য প্ৰথম একাদশ:
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লিয়াম লিভিংস্টোন, ভানুকা রাজাপক্ষে, শাহরুখ খান, জিতেশ শর্মা, অডিওন স্মিথ, হরপ্রীত ব্রার/সন্দীপ শর্মা, কাগিসো রাবাদা, রাহুল চাহার এবং আর্শদীপ সিং
আরসিবি সম্ভাব্য প্ৰথম একাদশ:
ফাফ ডুপ্লেসিস, অনুজ রাওয়াত, বিরাট কোহলি, মহিপাল লোমরোর, শেরফানে রাদারফোর্ড, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ/ আকাশদীপ, মহম্মদ সিরাজ