scorecardresearch

সাজানো ভিডিওয় নকল ঝামেলা! রয়্যালসদের বিশ্বাসযোগ্যতা নিয়ে ধুন্ধুমার IPL

সঞ্জু স্যামসনকে নিয়ে শুক্রবার বিকৃত ছবি পোস্ট করেছিল রাজস্থান রয়্যালসের মিডিয়া টিম। শনিবার জানা যায়, পুরো।বিষয়টি পূর্বপরিকল্পিত।

সাজানো ভিডিওয় নকল ঝামেলা! রয়্যালসদের বিশ্বাসযোগ্যতা নিয়ে ধুন্ধুমার IPL

আইপিএল শুরুর একদিন আগে শুক্রবার বড়সড় বিতর্ক বাঁধিয়ে দিল রাজস্থান রয়্যালস। ফ্র্যাঞ্চাইজির বক্তব্য অনুযায়ী, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল করার টিমকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল। তবে রবিবার দেখা যায়, পুরো ঘটনাটাই সাজানো।

সমস্ত ঘটনার সূত্রপাত, সঞ্জু স্যামসনের একটি ছবি-পোস্ট ঘিরে। রাজস্থান রয়্যালস সোশ্যাল মিডিয়ায় সঞ্জু স্যামসনের বিকৃত ছবি পোস্ট করেছিল। বিকৃত সেই ছবিতে দেখা যাচ্ছে নীল পাগড়ি মাথায় সঞ্জুর। কানে দুল। চোখে সানগ্লাস। টুইটারে এরকম কুরুচিপূর্ণ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “কেয়া খুব লাগতে হো…”। সঙ্গে হাসির ইমোজিও জুড়ে দেওয়া হয়।

সরাসরি সেই টুইট রিটুইট করে বসেন তারকা। রাগে গড়গড় করতে করতে কেরালার তারকা ক্রিকেটার লিখে দেন, “বন্ধুদের মধ্যে এরকম ঠিক আছে। তবে এটা মোটেই পেশাদারিত্বের পরিচায়ক নয়।” জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডল যাঁরা করেন, তাঁদের বিষয়ে সঞ্জু সরাসরি আপত্তি জানিয়েছিলেন ম্যানেজমেন্টের কাছে।

এরপরেই রয়্যালস ম্যানেজমেন্ট জানিয়ে দেয়, স্যামসনকে নিয়ে বিকৃত টুইট করার জন্য গোটা সোশ্যাল মিডিয়া টিমকেই ছেঁটে ফেলা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া টিমের বিরুদ্ধে বলতে শোনা যায় রবিচন্দ্রন অশ্বিন, জস বাটলার, লাসিথ মালিঙ্গাদেরও দেখা যায় সোশ্যাল মিডিয়া দলকে সমালোচনা করেছেন।

এরপরেই রয়্যালসদের টুইটার হ্যান্ডল থেকে দেখা যায়, ৫ মিনিটের দীর্ঘ ভিডিও পোস্ট করা হয়েছে। সেটা ছাঁটাই হওয়া সোশ্যাল মিডিয়া দলের শেষ পোস্ট, এমন বলা হয়েছিল।

তবে শনিবার বোঝা যায়, পুরো ঘটনাটাই সাজানো। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে শনিবার জানিয়ে দেওয়া হয়, গোটা এপিসোড কার্যত পাবলিসিটি স্টান্ট।

শুক্রবার নেটিজেনদের একাংশ সঞ্জু স্যামসনকে তুলোধোনা করেছিলেন ফ্র্যাঞ্চাইজির কাছে সোশ্যাল মিডিয়া টিমের নামে নালিশ জানানোয়। রবিবার তাঁরা বুঝতে পারেন গোটা ঘটনাই পাবলিসিটি স্টান্ট। আইপিএলের আগে কার্যত সমর্থকদের সঙ্গে প্র্যাংক ভিডিও করায় সোশ্যাল মিডিয়ায় রয়্যালস মিডিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। নেটিজেনরা পাল্টা আক্রমণ করছেন রয়্যালস ফ্র্যাঞ্চাইজিকে। বলা হচ্ছে, প্র্যাংক ভিডিও করে ট্রফি জেতা যায়না। মঙ্গলবার রয়্যালস আইপিএলে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 rajasthan royals morphed picture and sanju samsons complaint turned out to be prank