রাজস্থান রয়্যালস: ২১০/৬
সানরাইজার্স হায়দরাবাদ: ১৪৯/৭
হায়দরাবাদ রয়েছে হায়দরাবাদেই। গত আইপিএলের লাস্ট বয় নিলামের পরে নতুন চেহারায় হাজির হয়েও সেই পুরোনো ফর্মে। প্ৰথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের কাছে ৬১ রানে চুর্ণ হল সানরাইজার্স বাহিনী। রাজস্থানের ২১১ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে কেন উইলিয়ামসনের দল ১৪৯-এর বেশি তুলতে পারল না স্কোরবোর্ডে।
একা হাফসেঞ্চুরি করে লড়লেন আইডেন মারক্রাম (৪১ বলে ৫৭)। ৩৭/৫ এবং সেখান থেকে ৭৮/৬ হয়ে যাওয়ার পরে শেষদিকে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি বেঁধে সপ্তম উইকেটে মারক্রাম ৭১ রানের পার্টনারশিপ না গড়লে আরও বড় লজ্জা অপেক্ষা করছিল হায়দরাবাদের জন্য।
আরও পড়ুন: পিছনে দৌড়ে অবিশ্বাস্য ক্যাচ! IPL-এর সেরা ক্যাচ কি এটাই, দেখুন ভিডিও
রাজস্থানের হয়ে প্ৰথম ম্যাচেই হিট পেস-স্পিন জুটি। বোল্ট-কৃষ্ণের দাপটে পাওয়ার প্লে-তেই টপ অর্ডার ধসিয়ে ফেলে হায়দরাবাদ। তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। বোল্ট-কৃষ্ণ দুজনেই দুটো করে উইকেট তুলে নেন। যুজবেন্দ্র চাহালও নতুন জার্সিতে ধরা দিলেন বিধ্বংসী মেজাজে। ৪ ওভারে ২২ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
তার আগে টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরু থেকেই মরু শহরের ফ্র্যাঞ্চাইজি মারমার কাটকাট ব্যাটিং শুরু করে দেন। রাজস্থানের প্রত্যেক ব্যাটসম্যানই রান পেয়েছেন মঙ্গলবার। জস বাটলার (২৮ বলে ৩৫), যশস্বী জয়সোয়াল (১৬ বলে ২০), সঞ্জু স্যামসন (২৭ বলে ৫৫), দেবদূত পাড়িক্কল (২৯ বলে ৪১), শিমরন হেটমায়ারদের (১৩ বলে ৩২) দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপ এবার অনেক দলের ঘুম ওড়াতে বাধ্য।
আর প্ৰথম ম্যাচেই ক্যাপ্টেনস নক খেলে ম্যাচের সেরা সঞ্জু স্যামসন।