/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/Ravi_Shastri.jpg)
নিজের খেলোয়াড়ি জীবনে কার্যকরী অলরাউন্ডার ছিলেন রবি শাস্ত্রী। টি২০ জমানায় অলরাউন্ডারের চাহিদা প্রবল। আর রবি শাস্ত্রী ব্যাটে-বলে কার্যকারিতার জন্যই চাহিদার তুঙ্গে থাকতেন। এমনটা মনে করছেন স্বয়ং তিনিই।
ইএসপিএন ক্রিকইনফো-র সঙ্গে এক সাক্ষাৎকারে শাস্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইপিএল নিলামে তিনি থাকলে কত দাম পেতেন তিনি। সরাসরি নির্দ্বিধায় জাতীয় দলের সদ্য প্রাক্তন কোচ জানিয়ে দিলেন, ১৫ কোটি টাকা অনায়াসে পেতে পারতেন তিনি। "সহজেই ১৫ কোটির ব্র্যাকেটে থাকতাম। দলের অধিনায়কও হতাম। এটা নিয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না।" বলে দিয়েছেন তিনি।
জাতীয় দলে অধিনায়ক হয়েছেন। তবে তা খুবই সীমিত সময়ের জন্য। ১২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে রবি শাস্ত্রী ১টি টেস্ট এবং ১১টি ওয়ানডে ম্যাচের অধিনায়ক ছিলেন। সবমিলিয়ে টিম ইন্ডিয়ার হয়ে ৮০টি টেস্ট এবং ১৫০টি একদিনের ম্যাচ খেলেছেন। টেস্টে ৩৮৩০ করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১৫১টি। ওয়ানডেতে ৩১০৮ রানের সঙ্গেই উইকেট সংখ্যা ১২৯টি।
আরও পড়ুন: কমলা গ্লাভসেই নাকি লুকিয়ে ধোনির অবসরের ইঙ্গিত! বেনজির জল্পনায় IPL দুনিয়া
খেলোয়াড়ি কেরিয়ারকে আলবিদা জানানোর পরে শাস্ত্রী ধারাভাষ্যকার হিসাবে খ্যাতির চূড়ায় উঠেছিলেন। সাত বছর টানা জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য হওয়ার আগে শাস্ত্রী দেশের ক্রিকেটের ভয়েস হয়ে উঠেছিলেন। ২০২১-এ টি২০ ওয়ার্ল্ড কাপ বিপর্যয়ের পরে রবি শাস্ত্রীর কোচিং পর্বের সমাপ্তি ঘটে। তারপরে ফের একবার নিজের পুরোনো পেশা ধারাভাষ্যকারের ভূমিকায় ফিরে গিয়েছেন।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ধারণাই বদলে দিয়েছে। ক্রিকেটের অর্থনীতিতে ব্যাপক বদল ঘটেছে। যুবরাজ সিং, ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কৃষ্ণাপ্পা গৌতম, হার্দিক পান্ডিয়া- কোটি কোটি টাকার চুক্তি পেয়ে দুনিয়ায় নজর কেড়ে নিয়েছেন।