Advertisment

কেকেআরের পয়া বেগুনি রঙের আইসক্যান্ডি এবার শহরে, IPL-এর আগেই বড় ঘোষণা

২৬ মার্চ আইপিএলের প্ৰথম ম্যাচে খেলতে নামছে কেকেআর। শ্রেয়স আইয়ারের নাইটদের মোকাবিলা করতে হবে গতবারের চ্যাম্পিয়ন সিএসকের।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কেকেআর ভক্তদের জন্য এবার দারুণ সুসংবাদ। আইপিএল শুরুর আগেই কেকেআরের জার্সির রঙের আইসক্যান্ডি বাজারে নিয়ে এল আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা রোলিক। সংস্থার তরফে কলকাতায় এক ইভেন্টে জানিয়ে দেওয়া হয়, নাইট সমর্থকদের কথা মাথায় রেখেই রোলিকের নতুন আইসক্যান্ডি চটপটা পাওয়ারপ্লে। পাওয়া যাবে আঙুর এবং তেঁতুল ফ্লেভারে।

Advertisment

সোমবার কলকাতার এক হোটেলে রোলিকের সঙ্গে গাঁটছড়া বাঁধল নাইট রাইডার্স। কলকাতা ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল পার্টনার হচ্ছে রোলিক।

যাইহোক, কেকেআর অবশ্য পাঁচদিন পরেই আইপিএলের প্ৰথম ম্যাচে নামছে সিএসকের বিরুদ্ধে। মুম্বইয়ে জোর কদমে চলছে অনুশীলন। নাইটদের নতুন নেতা হয়েছেন শ্রেয়স আইয়ার। টানা ৭ বছর দিল্লিতে খেলার পরে এবার শ্রেয়স আইয়ারের আইপিএলে ঠিকানা হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসকে টুর্নামেন্টের ইতিহাসে প্ৰথমবার আইপিএল ফাইনালে তোলা অধিনায়ক এবার নেতৃত্ব দেবেন নাইটদের। কেকেআরে ইয়ন মর্গ্যানের স্থলভিষিক্ত হয়েছেন তিনি।

দিল্লি ক্যাপিটালস কিংবা জাতীয় দলের হয়ে যেরকম দুর্ধর্ষ ক্রিকেট উপহার দেন তিনি, সেরকমভাবে নাইটদের জার্সিতেও ফুল ফোটাবেন তারকা, এমনটাই আশা কেকেআর শিবিরে। অনেক আশা করে কেকেআর ম্যানেজমেন্ট ১২.২৫ কোটিতে শ্রেয়সকে কিনেছে নিলামের টেবিল থেকে।

শ্রেয়স আইয়ার কেকেআর সংসারে আপাতত মুখিয়ে রয়েছেন মালিক শাহরুখের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তিনি বলছেন, ৫৬ বছরের বলিউড সুপারস্টারের প্রবল ভক্ত তিনি। সাক্ষাৎ হলে তিনি নির্ঘাত পাগল হয়ে যাবেন।

শনিবার এক প্রেস কনফারেন্সে শ্রেয়স বলে দেন, “এখনও শাহরুখের সঙ্গে কোনও কথাবার্তা হয়নি। আমি ওঁর সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ উনি বরাবর আমার কাছে অনুপ্রেরণা হয়ে থেকেছেন এতদিন। যখনই ব্রেক পাই, ওঁর বিভিন্ন সাক্ষাৎকার দেখতে পছন্দ করি। যেভাবে ও গোটা ইন্ডাস্ট্রিকে মোটিভেট করে, সেটা বেশ লাগে।”

“গ্যালারিতে যখনই ও থাকে, দলের জন্য যেভাবে গলা ফাটিয়ে যায়, সেটা বাইরে থেকে দেখতে দারুণ লাগে। আমি এখন অপেক্ষার প্রহর গুনছি, কখন ওঁর সঙ্গে সাক্ষাৎ হবে। তবে যখনই শাহরুখের সঙ্গে দেখা হবে, কিছুটা পাগল হয়ে যাব, মনে হয়।”

IPL KKR Kolkata Knight Riders
Advertisment