আইপিএলে অবিক্রিত থেকেছেন। তবে সুরেশ রায়না থাকছেন আইপিএলে। নতুন ভূমিকায়। সবকিছু ঠিকঠাক থাকলে ধারাভাষ্যকার হিসাবে আইপিএলে অভিষেক ঘটতে পারে তারকা ক্রিকেটারের। কমেন্ট্রি বক্সে প্রত্যাবর্তন ঘটতে পারে রবি শাস্ত্রীরও। গত বছর নভেম্বরে জাতীয় দলের হেড কোচ হিসেবে সরে দাঁড়ানোর পরে রবি শাস্ত্রী ফিরছেন পুরোনো জায়গায়।
জাগরণ.কম এর প্রতিবেদন অনুযায়ী, সুরেশ রায়না সম্প্রচারকারী স্টার স্পোর্টসের হয়ে কমেন্ট্রি করবেন। ম্যাচ চলাকালীন নিজের মতামত জানাবেন। সকলকে চমকে দিয়ে এবার নিলামে কোনও দলই পাননি রায়না। এমনকি দুই দিনের মেগা নিলামে রায়নার নাম কোনও ফ্র্যাঞ্চাইজি এক্সিলারেটেড প্রসেসেও নথিভুক্ত করার আর্জি জানায়নি।
আরও পড়ুন: IPL খেলা সঙ্কটে হার্দিকের! বোর্ডের নিয়ম মেনে এই কাজ করতেই হবে সুপারস্টারকে
আইপিএলে একসময়ের সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন। একটা শতরান, ৩৯টি অর্ধশতরান সহ রায়নার সংগ্রহে মোট ৫৫২৮ রান। সিএসকের জার্সিতে চারবার চ্যাম্পিয়ন হওয়ার শিরোপা পেয়েছেন। সিএসকের একসময়ের ভাইস ক্যাপ্টেন ছিলেন। ধোনির অনুপস্থিতিতে রায়না ইয়েলো ব্রিগেডকে নেতৃত্বও দিয়েছেন।
মাঝে সিএসকে নির্বাসনে থাকার সময়ে ২০১৬, ২০১৭-য় গুজরাট লায়ন্স ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও পেশাদারি স্তরে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। সেই কারণেই এখনও আইপিএলে পরিবর্ত হিসাবে যোগ দেওয়ার সম্ভবনা রয়েছে তাঁর।
আরও পড়ুন: হার্দিক-মুম্বই সম্পর্কে প্রকাশ্যে অবনতি! বড়সড় ঘটনায় ঝড় তুললেন সুপারস্টার
এদিকে, রবি শাস্ত্রীকে পাঁচ বছর পর কমেন্ট্রি বক্সে দেখতে পাওয়া যাবে। ২০১৭-য় জুলাইয়ে টিম ইন্ডিয়ায় হেড কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। ২০২১-এর নভেম্বরে কোচের মেয়াদ শেষ হয় শাস্ত্রীর। কমেন্ট্রি জগতে এমনিতেই শাস্ত্রী সুপরিচিত। দুই দশকের ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাগরণ.কম-এর প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দিতে ধারাভাষ্য দেবেন তিনি। এমনিতে শাস্ত্রী ইংরেজি কমেন্টেটর হিসাবে সুপ্রসিদ্ধ। তবে এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ।
চলতি মার্চের ২৬ তারিখ থেকে আইপিএল শুরু হচ্ছে। মহারাষ্ট্রের তিনটে ভেন্যুতে লিগ পর্ব সম্পন্ন হবে। প্লে অফের ভেন্যু এখনও ঘোষিত হয়নি।
নিলামে দল পাননি, তবু IPL-এই থাকছেন রায়না! নয়া ভূমিকায় বিরাট আপডেট সুপারস্টারের
সুরেশ রায়না আইপিএলে ধারাভাষ্যকার হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন। রবি শাস্ত্রীও ফিরছেন কমেন্ট্রিতে।
Follow Us
আইপিএলে অবিক্রিত থেকেছেন। তবে সুরেশ রায়না থাকছেন আইপিএলে। নতুন ভূমিকায়। সবকিছু ঠিকঠাক থাকলে ধারাভাষ্যকার হিসাবে আইপিএলে অভিষেক ঘটতে পারে তারকা ক্রিকেটারের। কমেন্ট্রি বক্সে প্রত্যাবর্তন ঘটতে পারে রবি শাস্ত্রীরও। গত বছর নভেম্বরে জাতীয় দলের হেড কোচ হিসেবে সরে দাঁড়ানোর পরে রবি শাস্ত্রী ফিরছেন পুরোনো জায়গায়।
জাগরণ.কম এর প্রতিবেদন অনুযায়ী, সুরেশ রায়না সম্প্রচারকারী স্টার স্পোর্টসের হয়ে কমেন্ট্রি করবেন। ম্যাচ চলাকালীন নিজের মতামত জানাবেন। সকলকে চমকে দিয়ে এবার নিলামে কোনও দলই পাননি রায়না। এমনকি দুই দিনের মেগা নিলামে রায়নার নাম কোনও ফ্র্যাঞ্চাইজি এক্সিলারেটেড প্রসেসেও নথিভুক্ত করার আর্জি জানায়নি।
আরও পড়ুন: IPL খেলা সঙ্কটে হার্দিকের! বোর্ডের নিয়ম মেনে এই কাজ করতেই হবে সুপারস্টারকে
আইপিএলে একসময়ের সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন। একটা শতরান, ৩৯টি অর্ধশতরান সহ রায়নার সংগ্রহে মোট ৫৫২৮ রান। সিএসকের জার্সিতে চারবার চ্যাম্পিয়ন হওয়ার শিরোপা পেয়েছেন। সিএসকের একসময়ের ভাইস ক্যাপ্টেন ছিলেন। ধোনির অনুপস্থিতিতে রায়না ইয়েলো ব্রিগেডকে নেতৃত্বও দিয়েছেন।
মাঝে সিএসকে নির্বাসনে থাকার সময়ে ২০১৬, ২০১৭-য় গুজরাট লায়ন্স ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও পেশাদারি স্তরে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। সেই কারণেই এখনও আইপিএলে পরিবর্ত হিসাবে যোগ দেওয়ার সম্ভবনা রয়েছে তাঁর।
আরও পড়ুন: হার্দিক-মুম্বই সম্পর্কে প্রকাশ্যে অবনতি! বড়সড় ঘটনায় ঝড় তুললেন সুপারস্টার
এদিকে, রবি শাস্ত্রীকে পাঁচ বছর পর কমেন্ট্রি বক্সে দেখতে পাওয়া যাবে। ২০১৭-য় জুলাইয়ে টিম ইন্ডিয়ায় হেড কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। ২০২১-এর নভেম্বরে কোচের মেয়াদ শেষ হয় শাস্ত্রীর। কমেন্ট্রি জগতে এমনিতেই শাস্ত্রী সুপরিচিত। দুই দশকের ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাগরণ.কম-এর প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দিতে ধারাভাষ্য দেবেন তিনি। এমনিতে শাস্ত্রী ইংরেজি কমেন্টেটর হিসাবে সুপ্রসিদ্ধ। তবে এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ।
চলতি মার্চের ২৬ তারিখ থেকে আইপিএল শুরু হচ্ছে। মহারাষ্ট্রের তিনটে ভেন্যুতে লিগ পর্ব সম্পন্ন হবে। প্লে অফের ভেন্যু এখনও ঘোষিত হয়নি।