কেউ কেনেনি নিলামে! অবিক্রিত রায়নার বৈপ্লবিক আর্জি সৌরভের বোর্ডের কাছে, দেখুন ভিডিও

আইপিএলে অবিক্রিত থেকেছেন সুরেশ রায়না। তারপরই বোর্ডের কাছে আর্জি জানালেন তারকা ক্রিকেটার। সৌরভরা কি সেই আর্জি মানবেন?

কেউ কেনেনি নিলামে! অবিক্রিত রায়নার বৈপ্লবিক আর্জি সৌরভের বোর্ডের কাছে, দেখুন ভিডিও

আইপিএলের দশ দলের নিলামে অবিক্রিত থেকেছেন। কোনও দলই কেনেনি মিস্টার আইপিএলকে। প্ৰথম রাউন্ডে অবিক্রিত থাকার পরে অনেকেই প্রত্যাশা করেছিলেন দ্বিতীয় রাউন্ডে অন্তত সিএসকে নিজেদের তারকাকে তুলে নেবে। তবে তা হয়নি। কার্যত অপমানের প্রস্থান ঘটাতে হয়েছে তাঁকে।

আর আইপিএলে অবিক্রিত থাকার পরে বোর্ডের কাছে কাতর আর্জি জানালেন রায়না। বোর্ড যদি সেই আর্জিতে সাড়া দেয়, তাহলে তা বৈপ্লবিক সিদ্ধান্ত হতে চলেছে। কী অনুরোধ করেছেন তারকা ক্রিকেটার? একাধিক সর্বভারতীয় প্রচারমাধ্যমে বলা হয়েছে, রায়না বিদেশের টি২০ লিগে খেলার জন্য আর্জি করেছেন বোর্ডের কাছে।

আরও পড়ুন: অবিক্রিতই রায়না! CSK-ও কেন মুখ ফেরাল নিলামে, আসল কারণ জেনে নিন

বোর্ডের বর্তমান নিয়ম অনুযায়ী, ভারতের কোনও সক্রিয় ক্রিকেটার বিদেশের লিগে খেলতে পারবেন না। খেলতে হলে তার আগে দেশের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলতে হবে। রায়না নিজে মনে করছেন এখনও তাঁর বেশ কয়েক বছরের ক্রিকেট অবশিষ্ট রয়েছে। তাই দেশের সক্রিয় ক্রিকেটার হিসাবেই বিদেশের লিগে খেলতে চাইছেন তিনি।

ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিওয় রায়নাকে বলতে শোনা যাচ্ছে, “আইসিসি এবং সমস্ত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে বোর্ডের উচিত ভারতীয় ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার অনুমতি দেওয়া। কারণ আমরা যারা আইপিএল খেলছি না, তাঁরা দ্রুত বিদেশের লিগে খেলে তৈরি হতে পারব। দেশের ঘরোয়া ক্রিকেটে আন্তর্জাতিক পর্যায়ের কম্পিটিশন নেই। তিন মাসের মধ্যে যদি নিজেদের জাত চেনাতে হয়, তাহলে সিপিএল, বিগব্যাশের মত টুর্নামেন্টে খেললে দ্রুত ফিরে আসার অপশন থাকবে। আমরা যাঁরা আইপিএলে ব্রাত্য, তাঁদের সামনে দ্বিতীয় কোনও অপশনও নেই।”

আইপিএলের ইতিহাসে সর্বকালের অন্যতম সফল ব্যাটসম্যান রায়না। তাঁর ডাকনাম-ই হয়ে গিয়েছে মিস্টার আইপিএল। মোট রানসংখ্যার নিরিখে রায়না বিরাট কোহলি (৬২৮৩), শিখর ধাওয়ান (৫৭৮৪) এবং রোহিত শর্মার (৫৬১১) পরেই চতুর্থ স্থানে। ২০৪ আইপিএল ম্যাচে রায়নার রানসংখ্যা ৫৫২৮ রান। চারবারের ট্রফি জয়ী দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। ২০১০-এর আইপিএলের ফাইনালে রায়না ম্যাচের সেরাও হয়েছিলেন।

আরও পড়ুন: ধোনির সঙ্গে সম্পর্কে অবনতি, তাই কি রায়নায় মুখ ফেরাল CSK! বিরাট ইঙ্গিত ডুলের

গত মরশুমে রায়না সিএসকের জার্সিতে একদমই ফর্মে ছিলেন না। প্ৰথম ১২ ম্যাচে নিয়মিত খেলে মাত্র ১৬০ রান করেন। তারপরেই টুর্নামেন্টের শেষদিকে প্ৰথম এগারো থেকে বাদ পড়েন।
সিএসকে ছাড়াও রায়না অতীতে গুজরাট লায়ন্স দলের অধিনায়কত্ব করেছেন।

যাইহোক, বিদেশের লিগে খেলার জন্য উন্মুক্ত চাঁদ, যুবরাজ সিং, মুনাফ প্যাটেলের মত তারকাদের অবসর নিতে হয়েছিল। রায়নার আর্জিতে বোর্ড কি কর্ণপাত করবে, সেটাই প্রশ্ন।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 suresh raina requests bcci to let him play in overseas league after being snubbed in auction

Next Story
হুমকি দেওয়া সাংবাদিকের নাম জানাবেন না সৌরভের বোর্ডকে! কেন, সাফ জানালেন ‘বিদ্রোহী’ ঋদ্ধি
Exit mobile version