শনিবার আরসিবির নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছেন ফাফ ডুপ্লেসিস। দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার পরে কোহলি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন গত মরশুমে। কোহলির উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হল প্রোটিয়াজ তারকাকে।
গত সেপ্টেম্বর থেকেই কোহলির কেরিয়ার একাধিক ঘটনার সাক্ষী থেকেছে। প্ৰথমে জাতীয় দলের টি২০ নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তারকা। তারপরে সরেন আরসিবি নেতৃত্ব থেকে। এরপরে টিম ইন্ডিয়ার ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে নিজেই টেস্টের নেতা হিসাবে পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকা সফরের পর।
আরও পড়ুন: মোহনবাগানের জার্সিতে ব্যাটে ঝড় তোলেন কোহলি! বিরাটের বাঙালি কোচ এখনও সুখ-স্মৃতিতে ডুবে
এবার কোহলিকে নেতৃত্বে ফেরানোর দাবি জোরালো হয়েছিল সমর্থকদের তরফে। তবে শনিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে নতুন নেতার নাম জানিয়ে দেয় বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।
কোহলি কেন আরসিবির নেতৃত্ব থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে? সেই প্রশ্ন এখনও ঘুরপাক খায় ক্রিকেট মহলে। বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর মাইক হেসন জানিয়ে দেন, কোহলি আপাতত নিজের খেলা উপভোগ করতে চান এবং দলকে প্ৰথমবারের মত আইপিএল ট্রফি জিততে সাহায্য করবেন। পাশাপাশি জানান, মহাতারকা 'ব্রেক' চেয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজিও তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়েছে।
"অধিনায়ক হিসেবে কোহলি নিজের সেরাটা দিয়েছে এতদিন। নিজের হৃদয় উজাড় করে পারফর্ম করেছে। যখন কেউ কোনও দায়িত্ব থেকে সরে দাঁড়ায়, এটা ঘটনা যে সে নিশ্চয় ব্রেক চায়। একজন সিনিয়র প্লেয়ার এবং ব্যাটসম্যান হিসেবে নিজের খেলাকে উপভোগ করতে চায় ও। ওঁর সিদ্ধান্তকে আমরা সকলেই সম্মান জানিয়েছি।" আরসিবি আনবক্স ইভেন্টে জানিয়েছেন হেসন।
আরও পড়ুন: ঋদ্ধি কামব্যাক করবেই! ব্রাত্য বাঙালিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী ভারতীয় উইকেটকিপার
তিনি আরও বলেন, অধিনায়ক বেছে নেওয়ার আগে কোহলি, এবি ডিভিলিয়ার্সের মত তারকাদের পরামর্শ নেওয়া হয়েছিল। "পরিস্থিতি বদলে গিয়েছে। তার অর্থ এই নয় যে কোহলি আর দলের জন্য এগিয়ে এসে ম্যাচ জেতানোয় অবদান রাখবে না। লিডারশিপ অপশনের জন্য আমরা কোহলির সঙ্গে আলোচনা সেরেছিলাম। ফাফের নাম ও প্রস্তাব করে। আমি এবি ডিভিলিয়ার্সের মতামতও নিয়েছি।" বলে দেন তিনি।
কোহলির ব্যাডপ্যাচ নিয়েও খুল্লামখুল্লা মতামত দিয়েছেন হেসন। গত ২৮ মাস ধরে একবারও শতরান হাঁকাতে পারেননি কোহলি। শেষবার ২০১৯-এ বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে কোহলি শতরান করেছিলেন ইডেনে। হেসন মনে করছেন অধিনায়কত্বের চাপ না থাকায় খোলা মনে ব্যাট করতে পারবেন মহাতারকা।
"বিরাট এমন একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছে যেটা ধরে রাখা ভীষণ মুশকিল। যে কোনও পরিস্থিতিতে রান করে যাওয়ার দক্ষতায় ওঁর সমকক্ষ কেউ নেই। তাই একটা নির্দিষ্ট সময়ের পরে শতরান না পেলে আমরা চিন্তা শুরু করি। ঘটনা হল, ও এখনও বিশ্বের সেরা পাঁচজন ব্যাটসম্যানের অন্যতম। এতেই স্পষ্ট শতরান না পেলেও ও কিন্তু নিয়মিত রান করে চলেছে। আর ও এবার নেতৃত্বের দায়িত্বে নেই। এই ঘটনাই ওঁকে আরও চাপমুক্ত হয়ে খেলতে সাহায্য করবে।" বলেছেন কিউয়ি কোচ।