scorecardresearch

৪ বছর পর ইডেনে খেলবে কেকেআর! IPL-এ নাইটদের কবে কবে ম্যাচ, জেনে নিন পুরো সূচি

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল দিল বিসিসিআই

৪ বছর পর ইডেনে খেলবে কেকেআর! IPL-এ নাইটদের কবে কবে ম্যাচ, জেনে নিন পুরো সূচি

আইপিএলের সূচি শুক্রবার ঘোষণা করে দিল বিসিসিআই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স প্ৰথম ম্যাচেই মুখোমুখি হবে সিএসকের। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর উদ্বোধন হবে মার্চের ৩১ তারিখে। প্রতিটি দল সাতটা করে হোম এবং এওয়ে ম্যাচ খেলবে।

১২ টা ভেন্যু জুড়ে এবার হবে আইপিএল- আহমেদাবাদ, মোহালি, লখনৌ, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, চেন্নাই, জয়পুর, মুম্বই, গুয়াহাটি এবং ধর্মশালা।

১০টি ফ্র্যাঞ্চাইজিকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে- গ্রুপ এ’তে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, কেকেআর, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। গ্রুপ বি’তে রয়েছে- সানরাইজার্স হায়দরাবাদ, আরসিবি, সিএসকে, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। আইপিএলের প্লে-অফ এবং ফাইনালের সূচি পরে ঘোষণা করা হবে।

এর আগে মহিলাদের প্রিমিয়ার লিগের ঘোষণাও করে দেওয়া হয়েছিল। ৪ মার্চ থেকে মেয়েদের আইপিএল শুরু হচ্ছে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। মার্চের ২৬-এ ফাইনাল হবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে।

কেকেআর এবার আইপিএল অভিযান শুরু করবে মোহালিতে ১ এপ্রিল। পাঞ্জাব কিংসের বিপক্ষে। চার বছর পর ঘরের মাঠ ইডেনে নাইটরা প্ৰথমবার খেলতে নামবে ৬ এপ্রিল। প্রতিপক্ষ আরসিবি।

২০১৯-এ কেকেআর শেষবার ইডেনে খেলেছিল। ২৮ এপ্রিল প্রতিপক্ষ ছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারপর করোনার জন্য কলকাতায় আর আইপিএলের আসর বসেনি।

কেকেআরে দিনেশ কার্তিক এবং ইওন মর্গ্যান জমানা শেষ হওয়ার পর শ্রেয়স আইয়ার যুগ শুরু হয়েছে। গত বছর আইপিএলের মেগা নিলাম থেকে শ্রেয়সকে বিশাল অর্থ খরচ করে কিনেছিল নাইটরা। তবে শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে কেকেআর গতবছর প্লে অফের গন্ডি পেরোতে পারেনি।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 bcci announces full schedule kkr matches