Advertisment

বোর্ডকে এগিয়ে আসতে হবে! গম্ভীর-কোহলি ঝামেলায় এবার মুখ খুললেন বাংলার মনোজ

মুখ খুললেন বাংলার মনোজ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সোমবার থেকে আইপিএলে সম্পূর্ণ আলাদা কারণে আলোচনায়। ক্রিকেট নয়, সংঘাতের কারণে বিতর্কের শিরোনামে আইপিএল। একের পর এক তারকা মহম্মদ সিরাজ, অমিত মিশ্র থেকে গৌতম গম্ভীর, বিরাট কোহলি এমনকি আইপিএলে নবাগত নভিন উল হকের নাম-ও জড়িয়ে গিয়েছে গনগনে বিতর্কে।

Advertisment

তবে বিতর্কের দুই মুখ্য চরিত্র অবশ্যই গৌতম গম্ভীর এবং আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলি। যাঁদের কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ার উপক্রম হয়েছিল। শেষমেশ জরিমানা দিয়েই ক্ষান্ত থাকতে হচ্ছে দুই তারকাকে।

গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলি বিতর্কে এবার মুখ খুললেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও। বাংলার তারকা ক্রিকেটার সরাসরি বোর্ডকে পরামর্শ দিচ্ছেন সমস্যার মূল কারণ চিহ্নিত করে ব্যবস্থা নিতে।

ক্রিকবাজ-কে মনোজ তিওয়ারি জানিয়ে দিয়েছেন, "বিসিসিআইকে এগিয়ে আসতে হবে। এটা মোটেই সন্তোষজনক দৃশ্য নয়। বিশেষ করে তুমি যখন খেলাটির পণ্যদূত। বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল। বহু ব্যক্তি বিশেষ করে নতুন প্রজন্ম আইপিএল ফলো করে। এঁদের মধ্যে অনেকেই বিরাট কোহলি হতে চান। তাই এই ধরণের সমস্যার মূল কারণ চিহ্নিত করতে হবে। স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা খেলার জন্য ভালো। তবে যেটা হল, সেটা মোটেই ভালো হল না।"

সেই সঙ্গে মনোজ তিওয়ারির আরও সংযোজন, "এরকমটা চলতে পারে না। এঁরা দুজনেই আইকন। যেমনটা আগে বলেছিলাম। যখন আইকনরা খেলা ছেড়ে দেন, তখন সমর্থককুল তাঁদের মনে রাখতে চায় তাঁদের মাঠের পারফরম্যান্সের মাধ্যমে। অনেক ব্যক্তিই গম্ভীরকে মনে রাখবে ওঁর আগ্রাসনের জন্য। গম্ভীরের কথা ভাবলে এমনটাই প্ৰথম মনে আসবে। অনেকেই ভুলে যাবেন, দুটো ওয়ার্ল্ড কাপ জেতার জন্য গম্ভীরের বড়সড় অবদান ছিল। এই রকম দৃষ্টান্ত স্থাপন করা মোটেই উচিত নয়।"

Virat Kohli Gautam Gambhir IPL
Advertisment