scorecardresearch

গাড়ি দুর্ঘটনায় IPL-এর বাইরে পন্থ! দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন করল এই বিদেশি মহাতারকাকে

ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার পর আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন

গাড়ি দুর্ঘটনায় IPL-এর বাইরে পন্থ! দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন করল এই বিদেশি মহাতারকাকে

ভয়ঙ্কর পথ দুর্ঘটনার পর আপাতত রিহ্যাব এবং রিকভারিতে রয়েছেন ঋষভ পন্থ। আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন তিনি। পন্থের বদলে আইপিএলে দিল্লি ক্যাপিটালস নেতা করল ডেভিড ওয়ার্নারকে। ফ্র্যাঞ্চাইজির তরফে বৃহস্পতিবারই বড়সড় ঘোষণায় জানিয়ে দেওয়া হল এই ঘটনা। ভাইস ক্যাপ্টেন হচ্ছেন অক্ষর প্যাটেল।

হায়দরাবাদের সঙ্গে বিচ্ছেদের পর ওয়ার্নার গত আইপিএলে দিল্লির হয়ে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন। পাঁচটা হাফসেঞ্চুরি সমেত ৪৮ গড় এবং ১৫০.৫২ স্ট্রাইক রেট সমেত ওয়ার্নার ৪৩২ রান করে গিয়েছিলেন। দায়িত্বে পাওয়ার পর ওয়ার্নার জানিয়ে দিয়েছেন, “দিল্লির হয়ে ঋষভ দুর্ধর্ষ নেতৃত্ব দিয়েছে। ওঁকে আমরা মিস করতে চলেছি। টিম ম্যানেজমেন্ট আমার ওপর যেভাবে ভরসা এবং আস্থা প্রদর্শন করেছে, তার জন্য ধন্যবাদ জানাতে চাই।

“এই ফ্র্যাঞ্চাইজি বরাবর আমার ঘরের অনুভূতি নিয়ে এসেছে। প্রতিভাসম্পন্ন তারকাদের বোঝাই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তর সইছে না আমার। সকলের সঙ্গে আলাপ করার জন্য মুখিয়ে রয়েছি।”

সানরাইজার্স হায়দরাবাদ ওয়ার্নারের ঘরের ফ্র্যাঞ্চাইজি হয়ে দাঁড়িয়েছিল একসময়। ২০১৬-য় আইপিএল চ্যাম্পিয়নও করেন দলকে। তবে গত কয়েক মরশুমে হায়দরাবাদের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছিল অজি সুপারস্টারের। ২০২২ আইপিএল নিলামের আগে ওয়ার্নারকে রিলিজ করে দেয় সানরাইজার্স। তারপর নিলাম থেকে ৬.২৫ কোটি টাকায় ওয়ার্নারকে গত বছর কিনে নেয় দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।

সদ্য সমাপ্ত বর্ডার গাভাসকার সিরিজে প্ৰথম দুটো টেস্টে খেলেছিলেন তারকা। তবে ব্যাট হাতে শোচনীয়ভাবে ব্যর্থ হন তিনি। তিন ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে মাত্র ২৬ রান করেন তিনি। দিল্লি টেস্টে কনকাশনের কারণে ছিটকে যান শেষমেশ। এরপরে দেশে ফিরে কনুইয়ে চিড় সারিয়ে ভারতে ফিরে এসেছেন ওয়ানডে সিরিজের প্রাক্কালে। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 david warner to lead delhi capitals in place of injured rishabh pant