Advertisment

ABD-কে চরম অপমান গম্ভীরের! সরাসরি বিস্ফোরণ, রায়না অনেক ভালো ব্যাটসম্যান

আইপিএল শুরুর আগেই বিস্ফোরণ ঘটালেন গৌতম গম্ভীর

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলের সফলতম ব্যাটসম্যান কে? পরিসংখ্যান বলে সুরেশ রায়না। আইপিএলে এতটাই সফল রায়না যে তাঁর নামের পাশে জুড়ে গিয়েছে 'মিস্টার আইপিএল' শব্দবন্ধনীও। অন্যদিকে, বিশ্বক্রিকেটে কিংবদন্তি সুলভ চরিত্র ধরা হয় এবি ডিভিলিয়ার্সকে।

Advertisment

তবে আইপিএলে পারফরম্যান্সের ভিত্তিতে রায়নার সঙ্গে এবিডির তুলনা করে ব্যাপক হৈচৈ বাঁধিয়ে দিলেন স্বয়ং গৌতম গম্ভীর। বিষ্ফোরকভাবে জানিয়ে দিলেন, আইপিএলে রায়নার পারফরম্যান্স এবিডির থেকেও ভালো। শুধু তাই-ই নয়, গম্ভীরের যুক্তি, এবিডি স্রেফ ব্যক্তিগত পারফরম্যান্স উন্নত করার জন্যই খেলেছেন আইপিএলে। দলগত সাফল্যে তাঁর কোনও ভূমিকা নেই।

গম্ভীর বরাবর-ই ঠোঁটকাটা হিসাবে পরিচিত। সাদাকে সাদা, কালোকে কালো বলতে দ্বিধা করেন না। বারবারই গম্ভীরের বক্তব্য আলোচনার শিরোনামে উঠে এসেছে। সেই কাণ্ড ঘটালেন এবারেও। স্টার স্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে দু-বার আইপিএল জয়ী ক্যাপ্টেন জানিয়েছেন, "ডিভিলিয়ার্সের মত যদি কেউ চিন্নাস্বামী স্টেডিয়ামে ৮-১০ বছর টানা আইপিএল খেলেজ তাহলে তাঁর ব্যাটিং গড় অথবা স্ট্রাইক রেট ওঁর মতই হবে। সুরেশ রায়নার তো চারটে আইপিএল ট্রফি রয়েছে। দূর্ভাগ্যবশত, এবিডির একটাও ট্রফি নেই।"

দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি আইপিএলে প্ৰথমে নাম লেখান ২০০৮-এ। দিল্লি ডেয়ারডেভিলস থেকে ২০১১-য় চলে আসেন আরসিবিতে। ২০২১-এ আইপিএল থেকে অবসর নেওয়ার আগে টানা ১১ বছর খেলেছেন বিরাট কোহলির পাশে। ১৮৪ ম্যাচে প্রোটিয়াজ কিংবদন্তি ১৮৪ ম্যাচে ৫১৬২ রান করেছেন। ৩৯.৭১ গড়ে ৩টে সেঞ্চুরি এবং ৪০টি হাফসেঞ্চুরি করেছেন। অন্যদিকে, রায়না আইপিএলের সর্বোচ্চ রানের মালিক। ২০৫ ম্যাচে ৩৮ হাফসেঞ্চুরি করেছেন একটি শতরান সহ।

IPL AB de Villiers Gautam Gambhir Suresh Raina
Advertisment