আইপিএল শুরুর আগেই মহা চমক দিল কেকেআর। পুরোনো সংসারে প্রত্যাবর্তন করলেন গৌতম গম্ভীর। ছেড়ে দিলেন লখনৌ ক্যাম্প। দু-বার কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক এবার নাইট রাইডার্স ক্যাম্পে ফিরলেন মেন্টর হিসাবে। প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গেই কেকেআরের কোচিং স্টাফ সমৃদ্ধ করবেন তিনি।
২০১২ এবং ২০১৪-এ কেকেআর যে দুটো আইপিএল সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল। দু-বারই অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। ২০১২-য় গম্ভীরের কেকেআর ধোনির চেন্নাইকে হারিয়ে জয়ী হয়েছিল। ২০১৪-যে আবার পাঞ্জাব কিংসকে পরাস্ত করে আসে কেকেআরের দ্বিতীয়বার আইপিএলের শিরোপা।
গৌতম গম্ভীরের সময় পর্ব কেকেআরের সোনালি যুগের জন্ম দিয়েছিল। পাঁচবার প্লে অফ খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১৪-এ চ্যাম্পিয়ন্স লিগ টি২০'র ফাইনালেও খেলেছিল নাইট রাইডার্স।
কেকেআরের প্রকাশ করা এক বিবৃতিতে গৌতম গম্ভীর জানিয়েছেন, তিনি ফ্র্যাঞ্চাইজিকে আরও সাফল্য এনে দিতে বদ্ধপরিকর। "আমি মোটেই একজন আবেগি ব্যক্তি নই। দুনিয়ায় খুব বেশি জিনিস আমাকে আলোড়িত-ও করে না। তবে এই বিষয়টি আলাদা। ফিরলাম সেখানে যেখানে আমার অনেকটা প্ৰথম শুরু হয়েছিল। গলায় একটা পিন্ড, হৃদয়ে আগুন অনুভব করছি আজ। মনে হচ্ছে আবার যদি ওই বেগুনি-সোনালি জার্সিতে নেমে পড়া যেত! স্রেফ কেকেআরেই ফিরছি না। সিটি অফ জয়-এও প্রত্যাবর্তন ঘটছে আমার। আমি ফিরলাম। আমি ক্ষুধার্ত। আমিই দলের ২৩ নম্বর।" বলে দিয়েছেন গম্ভীর।
আরও পড়ুন: ১০ বছর KKR-এ খেলা সুপারস্টারকে বাতিল করছে নাইটরা! কলকাতা সমর্থকদের ব্যাপক মন খারাপ
আর গম্ভীরকে পুরোনো সংসারে ফেরাতে যিনি মুখ্য ভূমিকা নিলেন সেই শাহরুখ খান-ও প্রশংসা উপুড় করে দিয়েছেন গম্ভীরকে। কিং খান বলেছেন, " গৌতম সবসময়েই দলের অংশ হয়ে থেকেছে। এবার আমাদের ক্যাপ্টেন ফিরছেন অন্য অবতারে, 'মেন্টর' হিসাবে। ওঁকে আমরা তীব্রভাবে মিস করছিলাম। এখন আমরা চন্দু স্যার এবং গৌতমের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওঁরা ওঁদের হাল না ছাড়া স্পিরিট দলের মধ্যে সঞ্চার করে দেবেন। যে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের জন্য কেকেআর বিখ্যাত, সেই ম্যাজিক ওঁরা ফিরিয়ে আনবেন।"
গত কয়েক সিজন ধরেই গৌতম গম্ভীর নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসাবে কাজ করেছেন।
হৃদয় নিংড়ানো বার্তায় গম্ভীর লখনৌয়ের উদ্দেশ্যে টুইট করে লিখেছেন, "ভালোবাসা এবং গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি ফ্র্যাঞ্চাইজির সমস্ত প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফ এবং ব্যক্তিগত সকলকে যাঁরা আমার যাত্রাপথ স্মরণীয় করে রেখেছেন। আমি নিশ্চিত দল ভবিষ্যতে দারুণ পারফরম্যান্স করবে। এবং সমস্ত লখনৌ সমর্থককে গর্বিত করবে।"
গত আইপিএলেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন গম্ভীর। লখনৌয়ের মেন্টর হিসাবে সরাসরি মাঠে নেমে কোহলির মুখোমুখি হন। পাশে দাঁড়ান দলের আফগান পেসার নভিন উল হকের। কোহলির সঙ্গে সরাসরি বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। স্মৃতি উস্কে দেন আইপিএলেই কেকেআরের ক্যাপ্টেন হিসাবে গম্ভীরের সঙ্গে আরসিবি অধিনায়ক কোহলির সংঘাতের ঘটনা। কোহলির সেই শত্রুই এবার ফিরলেন কেকেআরে।