scorecardresearch

ইডেনে জিতেই KKR-কে ভয়ঙ্কর অপমান গিলের! খোঁচায় খোঁচায় রক্তাক্ত করলেন নিজের পুরোনো দলকেই

পুরোনো দলকে বেনজিরভাবে অপমানে ভাসিয়ে দিলেন শুভমান গিল

ইডেনে জিতেই KKR-কে ভয়ঙ্কর অপমান গিলের! খোঁচায় খোঁচায় রক্তাক্ত করলেন নিজের পুরোনো দলকেই

একসময় কেকেআর শিবিরের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। তবে মেগা নিলামের আগে গিলকে ছেড়ে দিয়েছিল নাইট রাইডার্স শিবির। গত দু-বছর তিনি অবশ্য গুজরাট টাইটান্স তো বটেই জাতীয় দলের প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছেন। তরুণ তুর্কিকে ভারতীয় দলের ভবিষ্যতের মুখ ধরা হচ্ছে।

শুভমান গিল অবশ্য পুরোনো জ্বালা ভুলতে পারেননি। নাইটরা আস্থা না রাখার পর গত বছর গুজরাট টাইটান্স-এর জার্সিতে চ্যাম্পিয়ন হয়েছেন। করোনা অতিমারীর কারণে তিন বছর পর ইডেনে বসছে আইপিএলের আসর। গুজরাটের জার্সিতে এই প্ৰথমবার ইডেনে পদার্পন করেছিলেন তিনি। পুরোনো পাড়ায় নিজেকে দেখিয়ে দেওয়ার বাড়তি তাগিদ তো ছিল-ই। তবে মাঠের বাইরেও যে তিনি কেকেআরকে হেনস্থা করবেন, তা ভাবা যায়নি।

আরও পড়ুন: ইডেনে বেআব্রু KKR-এর সম্মান! মাঠেই সুয়াশকে তুমুল গালিগালাজ রাসেলের, দেখুন নাইটদের আগুন জ্বালানো ভিডিও

ম্যাচের পরেই শুভমান গিল নিজের ইনস্টাগ্রাম একাউন্ট-এ তিনটি ছবি পোস্ট করেন। সেই পোস্ট-ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। ছবির জন্য নয়, ক্যাপশনের জন্য। কেকেআর-কে বিদ্রুপ করে শুভমান গিল লিখে দিলেন, “ডে রাইডার্স”। রাতের যোদ্ধাদের (নাইট রাইডার্স) পাল্টা যে তিনি ‘ডে রাইডার্স’, সেটাই যেন পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ততক্ষণে জল্পনা শুরু হয়ে যায় চার বছর ধরে যে দলের হয়ে তিনি আইপিএলে খেললেন, তাঁদের ব্যঙ্গ করেই হয়ত শুভমান এমন ক্যাপশন দিলেন। ঘটনাচক্রে গিলের এই পোস্টের নিচেই মজাদার ইমোজি কমেন্ট করে বসেন গুজরাট ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। এতে নাইটদের বেআব্রু করার বিষয়টিই প্রকট হয়েছে।

আগের ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন গিল। শনিবার অবশ্য অল্পের জন্য ফিফটি হাতছাড়া হয়ে। ৩৫ বলে ৪৯ রানে আউট হয়ে ফিরতে হয় সুনীল নারিনের বলে। তবে ১৮০ রানের চেজ করতে নেমে তিনি অবশ্য ততক্ষণে দলের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। স্থানীয় তারকা ঋদ্ধিমান সাহার সঙ্গে ৪৪ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে।

আরও পড়ুন: KKR শিবিরে চালু দোষারোপের পালা! হারের জন্য ক্যাপ্টেন রানার কাঠগড়ায় ১৯ বছরের নাইট

শুভমান গিল আউট হওয়ার পরের ওভারেই হার্দিক পান্ডিয়াও আউট হয়ে যান। তিন উইকেট হারিয়ে গুজরাট একসময় বেশ চাপে পড়ে গিয়েছিল। তবে বিজয়শঙ্কর এবং ডেভিড মিলারের বিধ্বংসী ব্যাটে তিন ওভার বাকি থাকতেই বাকি রান তুলে দেয় গুজরাট। কেকেআরের গুরবাজের দুর্ধর্ষ ৮১ রানের ইনিংস-ও কাজে আসেনি।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 gt vs kkr gujarat titans batter shubman gill mocks kolkata knight riders on social media