scorecardresearch

আঙুল উঁচিয়ে শাসানি হার্দিকের! পাল্টা দিলেন KKR-এর গুরবাজ-ও, দেখুন গরম ইডেনের উত্তেজক ভিডিও

মাঠেই ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া, দেখুন ভিডিও

আঙুল উঁচিয়ে শাসানি হার্দিকের! পাল্টা দিলেন KKR-এর গুরবাজ-ও, দেখুন গরম ইডেনের উত্তেজক ভিডিও

জেসন রয়ের বদলে খেলতে নেমেছিলেন। তারপর ইডেন একাই মাতিয়ে গেলেন কেকেআরের ব্যাটিং করার সময়। রহমনুল্লাহ গুরবাজ যে আগামীদিনের সুপারস্টার। তা নিয়ে কোনও সন্দেহই নেই। প্ৰথম থেকেই গুজরাট বোলারদের ওপর চড়াও হয়েছিলেন ২১ বছরের আফগান তারকা।

কেকেআর ব্যাটিংয়ের অন্যপ্রান্তে একের পর এক উইকেট পতন অব্যাহত থাকলেও গুরবাজের ব্যাটের গতি কমেনি। টাইটান্স-দের সব বোলারদেরই মাঠের বাইরে নিয়ম করে ওড়াচ্ছিলেন তিনি। সবথেকে বেশি নির্দয় ছিলেন স্বদেশীয় রশিদ খানের ওপর। গুরবাজের আক্রমণের মুখে পরেই চলতি টুর্নামেন্টে নিজের সবথেকে নিকৃষ্ট পারফরম্যান্স করে গেলেন রশিদ খান। ৪ ওভারে ৫৪ রান বিলিয়ে দিলেন তারকা।

আরও পড়ুন: KKR সংসারে ব্যাপক অশান্তি! হেরে গোটা দলকে নিয়ে বিস্ফোরণ রাসেলের

গুরবাজের ব্যাটের প্রহার থেকে রক্ষা পাননি হার্দিক পান্ডিয়া-ও। আর আফগান তারকার কাছে ছক্কা হজম করেই মাথা গরম করে ফেলেন গুজরাট ক্যাপ্টেন।

১৩ তম ওভারের ঘটনা। সেই ওভারেই হার্দিকের প্ৰথম বল মাঠের বাইরে ফেলে দিয়েছিলেন গুরবাজ। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে ছক্কা হাঁকানোর পর হার্দিক পান্ডিয়াকে উত্যক্ত করছেন গুরবাজ। কিছু বলার পরেই হার্দিক পাল্টা শাসানি দেন আফগান তারকাকে। সেই সময় অবশ্য গুরবাজের মুখে আলতো হাসিই ছিল।

এরপরে হার্দিক যখন পরের বল করার জন্য প্রস্তুত হচ্ছেন। সেই সময়েই গুরবাজ ফের হার্দিককে পুনরায় কিছু একটা বলেন। এরপরেই ফুঁসে ওঠেন হার্দিক। আম্পায়ারকে সেই সময় হার্দিকের সঙ্গে কথা বলতে দেখা যায়।

যাইহোক, গুরবাজের বিধ্বংসী ব্যাটে (৩৯ বলে ৮১) ভর করেই কেকেআর স্কোরবোর্ডে ১৭৯ তুলেছিল। শেষদিকে ডেথ ওভারে রাসেল ১৯ বলে ৩৪ করে যান। বাকিরা কেউই সেভাবে নজর কাড়তে পারেননি।

তবে এই রান হেভিওয়েট গুজরাট ব্যাটিং লাইন আপের সামনে ডিফেন্ড করতে পারেনি কেকেআর। প্ৰথমে শুভমান গিল (৪৯) এবং পরের দিকে বিজয়শঙ্কর (২৪ বলে ৫১), ডেভিড মিলারের (১৮ বলে ৩২) আগুন ঝড়ানো ব্যাটিংয়ে ১৩ বাকি থাকতেই জয় ছিনিয়ে নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে নেয় হার্দিকের দল।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 gt vs kkr gujarat titans skipper hardik pandya exchanges words with kolkata knight riders star rahmanullah gurbaz watch video