scorecardresearch

KKR শিবিরে চালু দোষারোপের পালা! হারের জন্য ক্যাপ্টেন রানার কাঠগড়ায় ১৯ বছরের নাইট

দলের তরুণ তারকাকে হারের জন্য সরাসরি দায়ী করলেন ক্যাপ্টেন রানা

KKR শিবিরে চালু দোষারোপের পালা! হারের জন্য ক্যাপ্টেন রানার কাঠগড়ায় ১৯ বছরের নাইট

হারের পরেই চালু হয়ে গেল দোষ চাপানোর খেলা। কেকেআর ক্যাম্পে এখন তীব্র অস্বস্তি। টানা চার ম্যাচ হারের পর আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামীতে জিতে ফর্মে ফিরে এসেছিল কেকেআর। ইডেনে আত্মবিশ্বাস নিয়েই কেকেআর মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে ব্যাটে-বলে শোচনীয়ভাবে আত্মসমর্পণ করে বসেছে কেকেআর।

রহমনুল্লাহ গুরবাজ এবং শেষদিকে কিছুটা আন্দ্রে রাসেলের ব্যাটে ভর করে কেকেআর স্কোরবোর্ডে কোনওরকমে ১৭৯ তুলেছিল। তবে গুজরাটের হেভিওয়েট ব্যাটিং লাইনআপকে থামাতে পারেনি নাইটরা।

আরও পড়ুন: ইডেনে বেআব্রু KKR-এর সম্মান! মাঠেই সুয়াশকে তুমুল গালিগালাজ রাসেলের, দেখুন নাইটদের আগুন জ্বালানো ভিডিও

ম্যাচে হারের পরেই ক্যাপ্টেন নীতিশ রানা দোষারোপ করলেন তরুণ সুয়াশ শর্মাকে। মোক্ষম সময়ে ক্যাচ ফস্কে ফেলেন সুয়াশ। বিষ্ফোরকভাবে নীতিশ রানা ম্যাচের পরে বলে দেন, “আমরা স্কোরবোর্ডে ২০-২৫ রান কম তুলেছিলাম। বড় ম্যাচে যদি এভাবে আমরা ক্যাচ মিস করতে থাকি, তাহলে তা ভীষণ মুশকিল হয়ে দাঁড়ায়। গুরবাজ, রাসেল বাদে কেউই ব্যাট হাতে রান পায়নি। পার্টনারশিপ গড়তেও ব্যর্থ হয়েছি আমরা। যদি আমরা একটা ৪০-৫০ রানের পার্টনারশিপ গড়তে পারতাম, তাহলে হয়ত আরও বেশি রান তুলতে পারতাম স্কোরবোর্ডে।”

আরও পড়ুন: আঙুল উঁচিয়ে শাসানি হার্দিকের! পাল্টা দিলেন KKR-এর গুরবাজ-ও, দেখুন গরম ইডেনের উত্তেজক ভিডিও

নাইটদের ১৮০ রানের টার্গেট চেজ করতে নেমে ইনিংসের মাঝপথে হঠাৎ খেই হারিয়ে ফেলেছিল গুজরাট। পাওয়ার প্লে-তে আন্দ্রে রাসেল ফিরিয়ে দিয়েছিলেন ওপেনার ঋদ্ধিমান সাহাকে। ইনিংসের ঠিক মাঝামাঝি সময়ে পরপর দু-ওভারে নারিন এবং হর্ষিত রানা আউট করে দেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিলকে।

সেই চাপ ধরে রাখার জন্য আরও একটা উইকেটের খোঁজে মরিয়া হয়ে ছিল কেকেআর। সুযোগ এসেও গিয়েছিল। ১৬তম ওভারে রাসেলের বল হাঁকাতে গিয়ে সোজা হাওয়ায় তুলে দেন মিলার। থার্ড ম্যান থেকে ছুটে আসা সুয়াশ শর্মা ফ্লাডলাইটের মধ্যে বল আন্দাজ করতে পারেননি। সহজ লোপ্পা ক্যাচ মিস করে বসেন তারকা।

সুয়াশের ক্যাচ মিসকেই হারের অন্যতম কারণ বলে দিচ্ছেন ক্যাপ্টেন রানা, “মিডল ওভারে ওঁদের আমরা শান্ত রেখেছিলাম। তবে এমন দলের বিপক্ষে যদি সুযোগ মিস করা হয়, তাহলে হারতেই হবে। এরকম দলের বিরুদ্ধে জিততে হলে তিন বিভাগেই নিখুঁত পারফরম্যান্স করতে হত।”

আরও পড়ুন: ইডেনে জিতেই KKR-কে ভয়ঙ্কর অপমান গিলের! খোঁচায় খোঁচায় রক্তাক্ত করলেন নিজের পুরোনো দলকেই

“সেটা না করতে পারলে ফলাফল মোটেই আমাদের পক্ষে থাকবে না। ম্যাচের ছোটখাটো মুহূর্তগুলোই বড় ফারাক গড়ে দেয়। ঠিকঠাক ক্যাচ নেওয়া, ভালো ফিল্ডিং করা- দলের জয়ের পথ সুগম করে।”

শুধু রানাই নয়, দোষারোপের খেলায় মেতেছেন আন্দ্রে রাসেল-ও। কেকেআরের ব্যাটিং শেষে দলের পারফরম্যান্সকে তুলোধোনা করেছিলেন রাসেল-ও। বলে দেন, “যা টোটাল দেখলাম, মোটেই ভাল লাগছে না। এটা ১৯০-২০০ রানের পিচ। কমপক্ষে ২০ রান কম তুলেছি আমরা। এর জন্য আমরাই দায়ী।” 

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 gt vs kkr nitish rana blames suyash sharmas catch miss reason for loss