scorecardresearch

এক ওভারও কেন বোলিং নয় শার্দূলকে! রানার নেতৃত্ব নিয়ে তুলকালাম KKR শিবির

ক্যাপ্টেন নীতিশ রানার সিদ্ধান্ত নিয়ে নাইটদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি

এক ওভারও কেন বোলিং নয় শার্দূলকে! রানার নেতৃত্ব নিয়ে তুলকালাম KKR শিবির

প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য ইডেনে গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্স-এর বিপক্ষে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সেই ম্যাচে হেরে বসে প্লে অফের দৌড়ে সমস্যায় পড়ে গিয়েছে নাইটরা।

মরণ বাঁচন ম্যাচে কেকেআর ব্যাটিং অর্ডারে শার্দূল ঠাকুরকে তিন নম্বরে নামিয়ে দিয়েছিল। তবে সেই প্ল্যান বুমেরাং হয়ে ফিরে আসে। রানের খাতা খোলার আগেই মোহিত শর্মার বলে আউট তিনি। ব্যাটিং অর্ডারে শার্দূল ঠাকুরকে প্রমোশন দেওয়ার মতই রহস্যের উদ্রেক ঘটিয়ে গেল এক ওভার-ও শার্দূলকে বল না দেওয়া। ১৭৯ রান ডিফেন্ড করতে নেমে বাকিরা যেখানে কোনও ছাপই ফেলতে পারল না, সেখানেও শার্দূলকে আক্রমণেই আনলেন না ক্যাপ্টেন রানা।

প্ৰথমে শুভমান গিল এবং পরের দিকে বিজয়শঙ্কর, ডেভিড মিলার সম্মিলিতভাবে কেকেআর বোলারদের তুলোধোনা করলেও শার্দূলকে বোলিং করতে ডাকা হয়নি।

আরও পড়ুন: KKR শিবিরে চালু দোষারোপের পালা! হারের জন্য ক্যাপ্টেন রানার কাঠগড়ায় ১৯ বছরের নাইট

এমনকি শার্দূলের বোলিং না করার বিষয়টি স্পষ্ট নয় সতীর্থদের কাছেও। শার্দূল যে পুরো ফিট নন, এমনটাও নয়। রহমনুল্লাহ গুরবাজ যেমন ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে বলে গেলেন, “এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না। আমার থেকে টিম ম্যানেজমেন্ট, কোচ এই বিষয়ে ভালো জানেন। হয়ত এটা কোনও বিশেষ প্ল্যান যা ম্যাচের আগে ওঁরা আলোচনা করেছিল। ব্যাটিংয়ে শার্দূল হয়ত টপ অর্ডারে খেলতে চেয়েছিল। পুরোটাই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।”

এমনটাই জানাচ্ছেন ইডেনে ছক্কার ঝড় তোলা আফগান তরুণ তুর্কি। ফিটনেস নিয়ে ওঠা প্রশ্নে গুরবাজ স্পষ্ট বলছেন, “একদম নয়। যে ফিট নয়, সে খেলবে না। এমনটা হতে পারে যে হয়ত ওঁকে দিয়ে দল বল করাতে চায়নি। ক্যাপ্টেন এই বিষয়ে ভালো বলতে পারবেন।” রান ডিফেন্ড করতে নেমে কেকেআর বোলাররা শেষ চার ওভারে ৬৯ রান হজম করল। তা সত্ত্বেও শার্দূলকে কেন একবারের জন্যও ডাকা হল না!

আরও পড়ুন: ইডেনে বেআব্রু KKR-এর সম্মান! মাঠেই সুয়াশকে তুমুল গালিগালাজ রাসেলের, দেখুন নাইটদের আগুন জ্বালানো ভিডিও

১৮০ চেজ করতে নেমে গুজরাট একসময় ১১১/৩ ছিল। ম্যাচে সেই সময় কেকেআর ভালমতই ছিল। তবে মিলার এবং বিজয়শঙ্কর ধ্বংসলীলা চালিয়ে যান কেকেআর বোলারদের ওপর। মিলার টার্গেট করেন তরুণ সুয়াশ শর্মাকে। সুয়াশের এক ওভারে মিলার ১৮ তুলে যান। তারপর ছক্কার বন্যা বইয়ে যান বিজয়শঙ্কর।

আরও পড়ুন: আঙুল উঁচিয়ে শাসানি হার্দিকের! পাল্টা দিলেন KKR-এর গুরবাজ-ও, দেখুন গরম ইডেনের উত্তেজক ভিডিও

ঘটনাচক্রে, আইপিএলে চলতি সিজনে ছয় ম্যাচে শার্দূল বল করেছেন মাত্র ১১.৫ ওভার। উইকেট নিয়েছেন মাত্র দুটো। কেকেআর তাঁর বোলিংযে কম ব্যবহার করা হলেও আইপিএলে এখনও পর্যন্ত ৮১ ম্যাচ খেলে ৮৪ উইকেট নিয়েছেন মুম্বইয়ের অলরাউন্ডার। ইকোনমি রেট ৯.১৭ এবং গড় ২৯.৪৯। সেরা বোলিং ফিগার ২৯/৪।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 gt vs kkr why kolkata knight riders captain nitish rana did not use shardul thakur against gujarat titans