স্বপ্নের ফর্মে থাকা জেসন রয় গুজরাট ম্যাচে কেন বাদ! ম্যাচের আগেই রহস্য ফাঁস নাইটদের

দুরন্ত ফর্মে থাকা জেসন রয়কে বাইরে রেখে নামল কেকেআর

দুরন্ত ফর্মে থাকা জেসন রয়কে বাইরে রেখে নামল কেকেআর

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কেকেআর ব্যাটিংয়ের তিনি মিসিং পাজল। যে তিনটে ম্যাচ খেলেছেন পাওয়ার প্লে-তে নাইটদের ব্যাটিংকে দাবিয়ে রাখা যায়নি। আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচেও ছক্কার ঝড় তুলেছিলেন জেসন রয়। তবে তুখোড় ফর্মে থাকা জেসন রয়কে শনিবার কেকেআর গুজরাট ম্যাচে বাইরে রেখেই ইডেনে নামল।

Advertisment

টসে জিতে হার্দিক পান্ডিয়া প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টসের সময়েই কেকেআর ক্যাপ্টেন রানা জেসন রয়ের অনুপস্থিতি নিয়ে ব্যাখ্যা করে যান। বলে দেন, "আমরা টসে জিতলে প্ৰথমে ব্যাটিংই নিতাম। ডিএলএস (ডার্কওয়ার্থ লুইস) নিয়ম মাথায় রয়েছে আমাদের। বেশ কিছু ক্ষেত্রে আমাদের উন্নতির অবকাশ রয়েছে। এদিন দলে জোর করে কিছু বদল ঘটাতে হল। জেসন রয়ের পিঠে সমস্যা রয়েছে। ওর জায়গায় খেলবে রহমনুল্লাহ গুজবাজ। উমেশ যাদবের পরিবর্তে খেলছে হর্ষিত রানা।"

টুর্নামেন্টের প্ৰথম থেকেই চোট আঘাত সঙ্গী হয়েছে কেকেআরের। শুরুতেই ইনজুরির কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। শার্দূল ঠাকুরেরও ফিটনেস ইস্যু ছিল কয়েকটি ম্যাচে। তিনি অবশ্য বেশ কয়েকটি ম্যাচে বাইরে বসে থাকার পর শনিবার গুজরাট ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। লিটন দাস আবার একদিন আগেই কেকেআর শিবির ছেড়ে চলে গিয়েছেন। সাকিব আল হাসান তো টুর্নামেন্ট শুরুর ঠিক মুখে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

Advertisment

শনিবার হাইভোল্টেজ ম্যাচে নীতিশ রানা এবং রশিদ খান দুজনেই আইপিএলে একশোতম ম্যাচে খেলতে নামছে। কেকেআরের জার্সিতে শততম ম্যাচে নামছেন আন্দ্রে রাসেল-ও।

বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব ঘটছে।

কেকেআর প্ৰথম একাদশ: রহমনুল্লাহ গুরবাজ, এন জগদীশন, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ওয়াইজ, শার্দূল ঠাকুর, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

KKR Kolkata Knight Riders IPL