scorecardresearch

রিঙ্কুর ব্যাটে ৫ ছক্কা খেয়ে গুরুতর অসুস্থ সেই দয়াল! ৭-৮ কেজি ওজন কমে মারাত্মক অবস্থায় তারকা

রিঙ্কুর ব্যাটে ছক্কার পর ছক্কা হজম করে ভয়ানক অসুখে গুজরাটের ইয়াশ

রিঙ্কুর ব্যাটে ৫ ছক্কা খেয়ে গুরুতর অসুস্থ সেই দয়াল! ৭-৮ কেজি ওজন কমে মারাত্মক অবস্থায় তারকা

মুম্বইয়ের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে গুজরাট। তারপরেই খারাপ খবর শোনালেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। প্রশ্ন উঠেছিল গুজরাট টাইটান্স একাদশে ইয়াশ দয়ালের অসুস্থতা নিয়ে। হার্দিক মন খারাপ খবর বিষয় খোলসা করলেন।

বলে দিলেন, “কেকেআর ম্যাচের পরেই ও অসুস্থ হয়ে পড়েছিল। ৭-৮ কেজি ওজন কমে গিয়েছে ইয়াশের। সেই সময় শিবিরে একটা সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছিল। তারপর যে ধরণের চাপ ওঁকে সহ্য করতে হল, মাঠে নামার মত পরিস্থিতিতেই নেই ও। কারোর ক্ষতি, কারোর লাভ বয়ে আনে। ওঁকে মাঠে দেখার আগে কিছুটা সময় লাগবে।

এপ্রিলের ৯ তারিখে কেকেআরের রিঙ্কু সিংয়ের কাছে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে ছোটই মনে হচ্ছিল। শেষ ওভারে ২৯ রানের টার্গেটও চেজ করে দেন উত্তরপ্রদেশের তারকা। আহমেদাবাদে শেষ ওভারে ইয়াশ দয়ালের ওভারেই টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেন রিঙ্কু।

নাটকীয় সেই ২০ তম ওভারে গুজরাটের রান ডিফেন্ড করার দায়িত্ব ছিল ইয়াশ দয়ালের ওপর। প্ৰথম বলে উমেশ একরান নিয়ে স্ট্রাইক দেন রিঙ্কুকে। শেষ পাঁচ বলে দরকার ছিল চার ওভার বাউন্ডারি এবং একটা বাউন্ডারি অথবা ওভার বাউন্ডারি। এখানেই ম্যাচ হারিয়ে ফেলে গুজরাট। ইয়াশ দয়াল টানা তিনটে ফুলটস দিয়ে বসেন। যেগুলো রিঙ্কু উড়িয়ে দেন লং অফ, ডিপ স্কোয়ার লেগ এবং লং অফের ওপর দিয়ে। শেষ দুই বলে সমীকরণ নেমে আসে মাত্র ১০ রানে। হঠাৎ করেই হারা ম্যাচে উত্তেজনার সঞ্চার হয়ে যায়। দুর্ধর্ষভাবে কামব্যাক করে কেকেআর।

পঞ্চম বলে দয়াল ব্যাক অফ দ্যা হ্যান্ড স্লোয়ার ফেলেন। সেই বল-ও রিঙ্কু উড়িয়ে দেন লং অনের ওপর দিয়ে। শেষ বলে দরকার ছিল মাত্র ৪ রান। দয়াল চাপের মুখে অফস্ট্যাম্পের বাইরে শর্ট বল ফেলেন। একদম সোজাসুজি ছক্কায় রিঙ্কু বল মাঠের বাইরে ফেলতে দ্বিধা করেননি।

অবিশ্বাস্য সেই ম্যাচের পরে গুজরাট টাইটান্স পেসার ইয়াশ দয়ালের পাশে দাঁড়িয়েছিল কেকেআর-ও। হৃদয় গলানো বার্তা দেওয়া হয় নাইটদের তরফ থেকে।

টুইটারে ইয়াশ দয়ালের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে কেকেআর লিখেছিল, “মাথা উঁচু রাখো ছোকরা। স্রেফ একটা খারাপ দিন গেল। ক্রিকেটে সেরাদেরও এরকমটা ঘটে। ইয়াশ, তুমি একজন চ্যাম্পিয়ন। দারুণভাবে তুমি কামব্যাক করবে।”

ঘটনা হল, ইয়াশ কেকেআরের কাছে অভিশপ্ত সেই ম্যাচের পরে এখনও মাঠে নামেননি। কবে নামবেন, সেটাই দেখার।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 gujarat titans pacer yash dayal lost 7 8 kg after being hammered five sixes by kkrs rinku singh