/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/ipl-kkr-2.jpg)
লিটন দাস দেশে ফিরে গিয়েছেন পারিবারিক কারণ দেখিয়ে। লিটনের বদলে কেকেআর এবার স্কোয়াডে নিল ওয়েস্ট ইন্ডিজের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান জনসন চার্লসকে। বৃহস্পতিবারই কেকেআর খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। সেদিন সকালেই বড়সড় ঘোষণা করে ফেলল কেকেআর। বলা হল, বাকি মরশুমের জন্য চুক্তিবদ্ধ হলেন জনসন।
ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে নিয়মিত খেলেন জনসন। আইপিএলে অবিক্রিত থেকেছিলেন। তাঁকেই এবার পরিবর্ত হিসাবে নিল কেকেআর। টি-২০'তে সাড়া জাগানো নাম জনসনের। জাতীয় দলের হয়ে ৪১টি টি২০ খেলেছেন। ৯৭১ রান করেছেন। ২০১২ এবং ২০১৬ ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোড়া বিশ্বকাপ-ও জিতেছেন চার্লস।
🚨 NEWS 🚨@KKRiders name Johnson Charles As Replacement For Litton Das.
Details 🔽 #TATAIPLhttps://t.co/YlXMvvsRhppic.twitter.com/0Qtiiseqw4— IndianPremierLeague (@IPL) May 4, 2023
সবমিলিয়ে কেরিয়ারে ২২৪টি টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ক্যারিবীয় তারকার। ৫৬০০ রান করেছেন টি২০ কেরিয়ারে। তাঁর অন্তর্ভুক্তিতে কেকেআর যে আরও শক্তিশালী হবে তাতে সন্দেহ নেই।
চলতি বছরের সেঞ্চুরিয়নে ৩৯ বলে ১০০ করেছিলেন জনসন চার্লস। টি২০-তে ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে যা দ্রুততম। গেইলের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তার আগে ক্যারিবীয় ক্রিকেটারদের হয়ে ৪৭ বলের শতরানের রেকর্ড ছিল গেইলের। তবে গেইলের রেকর্ড ভাঙা বিধ্বংসী সেই ব্যাটার-উইকেটকিপার এবার খেলবেন কেকেআরের জার্সিতে।