Advertisment

বিরাট বদল KKR কোচিং স্টাফে! দু-বার IPL জয়ী নাইট তারকাই ফিরলেন পুরোনো দলে

মঙ্গলবার বিরাট ঘোষণা করল কেকেআর

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

হেড কোচ হিসেবে চন্দ্রকান্ত পন্ডিতকে আগেই নিয়োগ করেছিল কেকেআর। এবার সাপোর্ট স্টাফে বড়সড় পরিবর্তন ঘোষণা করল কেকেআর টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হল জেমস ফস্টার চন্দ্রকান্ত পন্ডিতের সহকারী কোচ হবেন। যিনি আগেই টিমের সঙ্গে ফিল্ডিং কোচ হিসেবে যুক্ত ছিলেন।

Advertisment

নতুন সেট-আপে ফিল্ডিং কোচ করে আনা হচ্ছে কেকেআরেই খেলা প্রাক্তন তারকা রায়ান টেন দুশখাতেকে। মঙ্গলবার প্রেস বিবৃতিতে কেকেআরের সিইও ভেঙ্কি মাইশোর জানিয়ে দেন, "চন্দ্রকান্ত পন্ডিতের সহকারী কোচ হিসেবে সাহায্য করবেন জেমস ফস্টার। নতুন ভূমিকায় ফস্টারকে আরও বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে। এর সঙ্গে দুশখাতেকে কেকেআর পরিবারে পুনরায় স্বাগত জানানো হচ্ছে। তেন্ড ২০১১-২০১৪ পর্যন্ত কেকেআরে খেলেছেন। দু-বার ট্রফি জয়ী দলেই ছিলেন। নতুন দুই সাপোর্ট স্টাফের অন্তর্ভুক্তি কেকেআরকে আরও শক্তিশালী করবে। হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে আরও সাহায্য করতে পারবে।"

আরও পড়ুন: এই খাবার খেয়েই মাঠে চার-ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন! সূর্যকুমারের ডায়েট-রহস্য ফাঁস অবশেষে

কেকেআরের কোচিং স্টাফে এবার রয়েছেন সহকারী কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ ভরত অরুণ, ওমকার সালভি। রায়ান টেন দুশখাতে এর আগে কেকেআরের হয়ে ২০১২, ২০১৪-য় খেতাব জিতেছেন। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত এই নেদারল্যান্ডস তারকা। ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়েও খেলেছেন সাম্প্রতিক অতীতে। জানা যাচ্ছে, আমিরশাহি ক্রিকেট লিগে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির দলের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

IPL KKR Kolkata Knight Riders
Advertisment