Advertisment

বাঙালি হয়ে কি বাংলাদেশিকে 'অপমান' সৌরভের! পুরোনো KKR-এর কথা টেনে বিষ্ফোরণ আশরাফুলের

সৌরভের দিকে আঙ্গুল তুললেন বাংলাদেশি সুপারস্টার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বাংলাদেশ ক্রিকেটের প্ৰথম আন্তর্জাতিক সুপারস্টার মহম্মদ আশরাফুল। ব্যাটিং স্কিলে তিনি মুগ্ধ করেছিলেন আপামর বিশ্বকে। সর্বকনিষ্ঠ বাংলাদেশি হিসাবে টেস্ট শতরানের মালিক তিনি। বেটিং দুর্নীতিতে ধ্বংস হয়ে গিয়েছে আশরাফুলের ক্রিকেট কেরিয়ার।

Advertisment

তিনিই এবার বাংলাদেশি সংবাদমাধ্যমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন। বলে দিলেন, কথা দিয়েও নাকি মহারাজ কথা রাখেননি।

২০০৭-এ আইপিএলের প্ৰথম সংস্করণ হয়েছিল। সেই সময় ক্রিকেট কেরিয়ারের সেরা ছন্দে ছিলেন মহম্মদ আশরাফুল। মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি করার কীর্তিও ছিল বাংলাদেশের বিস্ময় ব্যাটসম্যানের দখলে। আইপিএলের প্ৰথমবার নিলামের আগে সৌরভ নাকি কলকাতা নাইট রাইডার্সে আশরাফুলকে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে শেষমেশ তা আর হয়নি।

বাংলাদেশের সংবাদমাধ্যমে বিষ্ফোরকভাবে আশরাফুল বলে দিয়েছেন, "আইপিএল যখন শুরু হয়েছিল ২০০৭ সালে, তখন আমি দ্রুততম হাফসেঞ্চুরি করেছিলাম বিশ্ব ক্রিকেটে। আমার প্রত্যাশা ছিল আইপিএলে হয়ত আমি বাংলাদেশ থেকে সুযোগ পাব।"

"সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আগেই কথা হয়েছিল আমার। দাদা বলেছিলেন- তোকে তো ৪-৫টা দল বেশি দাম দিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি বলেছিলাম, আমার বেশি দাম দরকার নেই। আপনি কিন্তু কলটা কইরেন (নিলামে কল করবেন)। সৌরভ আশ্বাস দেন, ‘হ্যাঁ হ্যাঁ’। পরে দেখা যায় দাদা আমার জন্য কল না করে তাতেন্দা তাইবুকে কল করেন। এই জিনিসটাই হয় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে। তারপর তো দ্বিতীয় বার আমি আর মাশরাফি সুযোগ পাই। প্রথমবার রাজ ভাই সুযোগ পেয়েছিলেন।"

কেকেআর-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জন বুকাননের জমানা সফল হয়নি। শেষমেশ দুজনকেই ফ্র্যাঞ্চাইজি ছাড়তে হয়। সৌরভ নাম লেখান পুণেতে। পুণের জার্সিতেই শেষবার আইপিএল খেলেন।

খেলোয়ারি জগতে ইতি টানার পর সৌরভ দিল্লি ক্যাপিটালসের মেন্টর হন। বর্তমানে বোর্ড সভাপতি পদে মেয়াদ শেষের পর তিনি আপাতত দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর।

Sourav Ganguly KKR Kolkata Knight Riders IPL Bangladesh Cricket
Advertisment