আইপিএল শুরু হতে না হতেই জোড়া ধাক্কায় বিদ্ধ হয়েছে কেকেআর শিবির। প্ৰথমে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছেন লোয়ার ব্যাকে ইনজুরির শিকার হয়ে। তারপর সাকিব আল হাসান আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আন্তর্জাতিক সূচি এবং পারিবারিক সমস্যার কথা স্বীকার করে। ২৪ ঘন্টা আগেই কেকেআর সাকিবের জায়গায় সই করিয়েছিল জেসন রয়কে।
এবার স্পোর্টসক্রীড়ার প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেয়স আইয়ারের জায়গায় নেওয়া হবে বাংলার রঞ্জি ট্রফির তারকা সুদীপ ঘরামিকে। আরসিবি ম্যাচের আগে কেকেআর ট্রেনিংয়ে দেখা গিয়েছে সুদীপকে। আন্দ্রে রাসেলের বোলিংয়ের সামনে নেটে ব্যাটিংও করেন তিনি। ডেভিড ওয়াইজের সঙ্গে।
কেকেআর বৃহস্পতিবারের পর ইডেনে দ্বিতীয় হোম ম্যাচ খেলবে ১৪ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। সেই ম্যাচের আগেই সুদীপকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট।
২০১৯/২০ সিজনে সুদীপ বাংলার হয়ে প্ৰথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটান রঞ্জি ট্রফির ফাইনালে। বাংলার বয়সভিত্তিক ক্রিকেটে যেমন নিয়মিত অংশ নিয়েছেন তেমন ইরানি ট্রফিতে সুদীপ অবশিষ্ট ভারতীয় দলের স্কোয়াডেও ছিলেন।
আরও পড়ুন: সাকিব-শ্রেয়স গোটা সিজনেই নেই! বিপদের মুখে মারকুটে বিদেশি তারকাকে সই করাল KKR
অভিষেকের পরেই বাংলার হয়ে ধারাবাহিক ভালো খেলেছেন তিনি। প্ৰথম শ্রেণি, লিস্ট এ এবং টি২০-তে খেলেছেন যথাক্রমে ১৭, ৫ এবং ৬টি ম্যাচ। তিন ধরণের ক্রিকেটে তাঁর রানসংখ্যা যথাক্রমে ১১৮২, ৩৭১ এবং ১২৪। প্ৰথম শ্রেণি এবং লিস্ট-এ ক্রিকেটে তাঁর ব্যাটিং গড়-ও আকর্ষণীয়- ৪২.২১ এবং ৭৪.২০। দুই ফরম্যাটে সর্বোচ্চ রান যথাক্রমে ১৮৬ এবং ১৬২। টি২০-তে ১১৫.৮৮ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছেন। সর্বোচ্চ স্কোর ৫৬। প্ৰথম শ্রেণি এবং লিস্ট-এ ক্রিকেটে সবমিলিয়ে এখনই হাফডজন সেঞ্চুরি, আটটা হাফসেঞ্চুরির মালিক তিনি।
কেকেআরের বিরুদ্ধে বহুদিনের অভিযোগ বাঙালি ক্রিকেটারদের সুযোগ দেয়না ফ্র্যাঞ্চাইজি। বাংলার আকাশদীপ, শাহবাজ আহমেদ, ঋদ্ধিমান সাহা এমনকি দিল্লি ক্যাপিটালস সদ্য পন্থের জায়গায় সই করিয়েছে বাংলার ভূমিপুত্র অভিষেক পোড়েলকে। সেই অপবাদ ঘুচিয়ে কেকেআর এবার বাংলার তারকাকে সত্যিসত্যি নেয় কিনা, সেটাই দেখার।