Advertisment

স্কাই, ঈশানের ব্যাট পিষে দিল KKR-কে! ইতিহাস গড়া ভেঙ্কটেশের সেঞ্চুরিও বাঁচাতে পারল না নাইটদের

IPL 2023,Kolkata Knight Riders vs Mumbai Indians Match Report: ভেঙ্কটেশ আইয়ারের দুর্ধর্ষ শতরান সত্ত্বেও হার কেকেআরের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

KKR vs MI IPL 2023 Match Report in Bangla:

Advertisment

কেকেআর: ১৮৫/৬
মুম্বই ইন্ডিয়ান্স: ১৮৬/৫

ওয়াংখেড়েতে কেকেআরকে ধুয়েমুছে সাফ করল মুম্বই। ফর্মে ছিলেন না রোহিত শর্মারা। মাত্র এক ম্যাচ জিতে কেকেআর ম্যাচে খেলতে নেমেছিল মুম্বই। তবে নাইট রাইডার্স ম্যাচ ধুঁকতে থাকা মুম্বইকে অক্সিজেন দিয়ে গেল। ভেঙ্কটেশ আইয়ারের দুর্ধর্ষ শতরানের সৌজন্যে কেকেআর ১৮৫ তুলেছিল। মুম্বই সেই রান চেজ করল মাত্র ১৭.৪ ওভারে। হাতে ১৪ বল এবং ৫ উইকেট নিয়ে।

ঈশান কিষান থেকে সূর্যকুমার যাদব মুম্বইয়ের একের পর তারকা ব্যাটসম্যান অফফর্মে ছিলেন। তবে শার্দূল ঠাকুর, সুনীল নারিনরা কার্যত ভেসে গেল মুম্বই ব্যাটারদের সামনে। প্ৰথমে শুরু করেছিলেন ঈশান কিষান। ২৫ বলে ৫৮ রানের বিষ্ফোরক ইনিংসে মুম্বইকে প্ৰথম থেকেই চালকের আসনে বসিয়ে দেন। রোহিত শর্মাও ১৩ বলে ২০ করে যান। পাওয়ার প্লে-র মধ্যেই ৮০ তুলে ফেলেছিল মুম্বই।

এরপরে দুই মুম্বই ওপেনার ফিরে গেলেও স্বস্তি মেলেনি নাইটদের। সূর্যকুমার যাদব (২৫ বলে ৪৩), তিলক ভার্মা দুজনে ৬০ রানের পার্টনারশিপ গড়ে মুম্বইকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। একের পর এক শূন্য করে সূর্যকুমার যাদব কেরিয়ারের সবথেকে খারাপ ফর্মে ছিলেন। তবে কেকেআর ম্যাচে ফের বিধ্বংসী ফর্মে দেখা গেল স্কাই-কে। চারটে বাউন্ডারি, তিনটে ওভার বাউন্ডারি সমেত স্কাইয়ের ব্যাটে যেন চিরচেনা ঝলক।

আরও পড়ুন: আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন KKR ক্যাপ্টেন রানা, গালাগালির বন্যা ওয়াংখেড়েতে! বিষ্ফোরক ভিডিও প্রকাশ্যে, দেখুন

সুয়াশ শর্মা তিলক ভার্মাকে (২৫ বলে ৩০) ফেরানোর পর ক্রিজে নেমেই হাঁকানো শুরু করেন টিম ডেভিড। শেষ পর্যন্ত তিনি ১৩ বলে ২৪ করে দলের জয়ের ফিনিশিং টাচ দেন।

রোহিত শর্মার জায়গায় নেতৃত্ব দিতে নেমে তার আগে সূর্যকুমার যাদব টসে জিতে কেকেআরকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। কেকেআর ইনিংসের গোটাটাই ভেঙ্কটেশ আইয়ার ময়। ব্রেন্ডন ম্যাককালামের পর প্ৰথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করে গিয়েছিলেন দারুণ ছন্দে থাকা ভেঙ্কটেশ আইয়ার।

মাত্র ৪৯ বলে শতরান করে গিয়েছিলেন কেকেআর তারকা। হাফডজন বাউন্ডারি, নয়টা বিশাল ওভার বাউন্ডারি সমেত। আইয়ারের ব্যাটিং বিস্ফোরণে ভর করেই কেকেআর স্কোরবোর্ডে ১৮৫/৬ তুলেছিল।

কেকেআর পাওয়ার প্লে-তেই ৫৭ তুলে দারুণ সূচনা করেছিল। তবে মিডল ওভারে পীযূষ চাওলা এবং হৃতিক শোকিনের স্পিনের সামনে কিছুটা গতি হারিয়ে ফেলে নাইট রাইডার্স। প্রথম ১২ ওভারে কেকেআরের রানরেট ছিল ১০-এই কাছাকাছি। তবে হৃতিক এবং পীযূষ চাওলা সেই গতি হ্যাঁচকা মেরে থামিয়ে দেন। ভেঙ্কটেশ আইয়ার একপ্রান্তে টিকে থাকলেও হৃতিক শোকিন নীতিশ রানা, শার্দূল ঠাকুরকে ফিরিয়ে দেন। রিঙ্কু সিং রবিবার ১৮ বলে ১৮ করে অভিষেককারী ডুয়ান জ্যানসেনের শিকার হয়ে ফিরে যান। শেষদিকে আন্দ্রে রাসেল ১১ বলে ২১ করে নাইটদের ১৮৫ পর্যন্ত পৌঁছে দেন।

রোহিতের জায়গায় খেলতে নামা অর্জুন তেন্ডুলকর ২ ওভারে ১৭ রান খরচ করেন। অন্য অভিষেককারী ডুয়ান জ্যানসেন চার ওভারের কোটায় ৫৩ রান দেন।

Mumbai Indians KKR Kolkata Knight Riders IPL
Advertisment