Advertisment

প্ৰথম ম্যাচেই নিয়ম ভেঙে বিরাট ভুল KKR-এর! আইন মেনে বদলাতে হল স্কোয়াড

প্ৰথম ম্যাচেই বড় ভুল ধরা পড়ে গেল কেকেআরের

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR

কেকেআর একাদশে বদল ঘটছে। ছবি: টুইটার।

আইপিএলের অভিযান শুরু করল কেকেআর। টুর্নামেন্ট শুরু হয়েছে শুক্রবার। আর দ্বিতীয় দিনেই ডাবল হেডার। দিনের প্ৰথম ম্যাচে কেকেআর মোহালিতে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংসের। নীতিশ রানা আইপিএলে নেতৃত্বের অভিষেক ঘটালেন।

Advertisment

আর টুর্নামেন্ট অভিযান শুরু করার দিনেই বড়সড় ভুল করে বসল কেকেআর এবং পাঞ্জাব কিংস দুই দল। ইমপ্যাক্ট প্লেয়ার বাছাইয়ে বড়সড় ভুল করে বসল দুই দল। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, টসের পর প্ৰথম একাদশ বাছাইয়ের তালিকা এবং পাঁচজন সম্ভাব্য পরিবর্ত প্লেয়ারের নাম জমা দিতে হয়।

আরও পড়ুন: IPL শুরুর ম্যাচেই ক্ষমার অযোগ্য ভুল! হ্যাংওভার কি এখনও কাটল না শাস্ত্রীর

সেই নিয়ম মেনেই কেকেআর এবং পাঞ্জাব কিংস দুই দলই স্কোয়াড বাছাইয়ে ভুল করে বসল। পাঁচ জন পরিবর্ত ক্রিকেটারের তালিকায় কেকেআরের রেখেছিল নামিবিয়ার হয়ে বর্তমানে খেলা প্রোটিয়াজ তারকা ডেভিড ওয়াইজকে। অন্যদিকে, পাঞ্জাব কিংস রেখেছিল অস্ট্রেলিয়ান ম্যাথু শর্টকে।

আরও পড়ুন: বৃষ্টির আগে এল রাসেল-ঝড়! তবু KK হার

ম্যাচের যে কোনও সময় একজন প্লেয়ারকে তুলে নিয়ে তাঁর জায়গায় ইমপ্যাক্ট ক্রিকেটারকে নামানো যায় আইপিএলেট নতুন নিয়ম অনুযায়ী। তবে এই নিয়মের মধ্যেই হালকা মোচড় রয়েছে। প্ৰথম একাদশে চার বিদেশিকে বাছাই করলে সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় কোনও বিদেশিকে রাখা যাবে না। কেকেআর এদিন চার বিদেশির কোটায় খেলাছে যথাক্রমে রহমনুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং টিম সাউদিকে। অন্যদিকে, পাঞ্জাব কিংস রেখেছিল ভানুকা রাজাপক্ষে, সিকান্দার রাজা, নাথান এলিস এবং স্যাম কুরানকে। সেই হিসাবে কোনও দলই পাঁচজন সম্ভাব্য পরিবর্ত হিসেবে বিদেশিকে বাছাই করতে পারে না। সেটাই করেছিল এদিন পাঞ্জাব এবং কেকেআর।

আরও পড়ুন: তারা খসা রাতে জীবনের সেরা সম্মানে ধোনি! কিংবদন্তির পা ছুঁয়ে প্রণাম স্বয়ং অরিজিৎ-এর, দেখুন ভিডিও

একাদশে চার বিদেশি থাকলে একজন বিদেশিমে বসিয়ে একজন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আসা সম্ভব। তবে কোনওভাবেই মাঠে পাঁচজন বিদেশি নামতে পারবেন না। গতকাল গুজরাট টাইটান্স যেমন চোট পাওয়া কেন উইলিয়ামসনকে বসিয়ে নামিয়ে দিয়েছিল সাই সুদর্শনকে।

যাইহোক, কেকেআর এবং পাঞ্জাব দুই দলই নিজেদের ভুল শুধরে নেয়। কেকেআর ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ম্যাচ চলাকালীন বরুণ চক্রবর্তীকে বসিয়ে নামিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। অন্যদিকে, পাঞ্জাব আবার হাফসেঞ্চুরিয়ন ভানুকা রাজাপক্ষের বদলে নামিয়েছে ঋষি ধাওয়ানকে।

কেকেআর প্ৰথম একাদশ: রহমনুল্লাহ গুরবাজ, মনদীপ সিং, অনুকূল রয়, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী (ইমপ্যাক্ট প্লেয়ার- ভেঙ্কটেশ আইয়ার)

পাঞ্জাব কিংস প্ৰথম একাদশ: প্রভসিমরণ সিং, শিখর ধাওয়ান, ভানুকা রাজাপক্ষে (ইমপ্যাক্ট প্লেয়ার- ঋষি ধাওয়ান), জিতেশ শর্মা, সিকান্দার রাজা, স্যাম কুরান, শাহরুখ খান, নাথান এলিস, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, অর্শদীপ সিং

IPL PBKS Punjab Kings KXIP Kolkata Knight Riders KKR
Advertisment