Advertisment

কেকেআর ব্যাটারের সঙ্গে 'দুর্ব্যবহার' অর্শদীপের! চোখ দেখিয়ে বিতর্কে প্রীতির দলের সুপারস্টার, দেখুন ভিডিও

চোখ দেখিয়ে ভয়ঙ্কর মূর্তি আর্শদীপের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মোহালিতে প্ৰথম ম্যাচেই পাঞ্জাব কিংস নিজেদের তারুণ্যের ঝলকানি দেখিয়ে গেল। দলগত পারফরম্যান্সে ভর করে মোহালিতে শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস বধ করল নাইট রাইডার্স বাহিনীকে। পাঞ্জাবের বিশাল ১৯২ রানের টার্গেট চেজ করার সময়ে কেকেআর ইনিংসের শেষদিকে বৃষ্টি নামে। ১৬ ওভার শেষে কেকেআর ছিল ১৪৬/৭। জয়ের জন্য শেষ চার ওভারে কেকেআরকে তুলতে হত ৪৩ রান। তবে আধঘন্টা অপেক্ষা করেও তুমুল বৃষ্টিতে ম্যাচ পুনরায় শুরু করা যায়নি। ডার্কওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী কেকেআর সেই সময় প্রয়োজনীয় রানের থেকে ৭ রানে পিছিয়ে ছিল। তাই পাঞ্জাব কিংস ৭ রানে জয়ী হয় ডার্কওয়ার্থ লুইস নিয়মে।

Advertisment

আর চলতি আইপিএলে প্ৰথম ম্যাচেই খেলতে নেমে নিজের জাত চিনিয়ে গেলেন আর্শদীপ সিং। টি২০-তে জাতীয় দলের নিয়মিত সদস্য তিনি। কেন তিনি টি২০-র অন্যতম উঠতি প্রতিভা, প্রমাণ করে দিলেন কেকেআর ম্যাচে। মাত্র ১৯ রান খরচ করে তিন শিকার তাঁর নামের পাশে।

ওপেনার মনদীপ সিংকে যেমন ফেরালেন তেমন তিন নম্বরে নামা অনুকূল রায়কেও আউট করলেন তারকা। শেষদিকে ক্রিজে টিকে যাওয়া ভেঙ্কটেশ আইয়ারকেও ফিরিয়ে কেকেআরের রান চেজ করার পথে বড়সড় প্রাচীর খাড়া করে যান। স্বভাবতই তিনি ম্যাচের সেরা।

আরও পড়ুন: রাসেলকে দিয়ে কেন বোলিং করালেন না! হেরে বিষ্ফোরক সাফাই ক্যাপ্টেন নীতিশ রানার

তবে এই ম্যাচেই তিনি অন্য কারণে শিরোনামে উঠে এলেন। কেকেআর ব্যাটার অনুকূল রায়ের দিকে অযথা আক্রমণাত্মক শরীরী ভাষা প্রদর্শন করেন। কেকেআর ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে অনুকূল রায়কে ফিরিয়ে লাল চোখ দেখান তিনি। সেই ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নিজের পরিকল্পনা মাফিক বোলিং করে আর্শদীপ ফাঁদে ফেলেন অনুকূলকে। সেই ওভারের প্ৰথম বলে মনদীপকে আউট করেছিলেন। শেষ বলে কোনাকুনি শর্ট বল করেন। পুল করতে গিয়ে মিড উইকেটে সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে বিদায় নেন অনুকূল রায়। কেকেআর ব্যাটারকে আউট করেই তাঁর দিকে কিছুক্ষণ রক্তচক্ষু মেলে ধরেন পাঞ্জাব তারকা। তারপর বাকিদের সঙ্গে উইকেট প্রাপ্তির সেলিব্রেশনে মাতেন।

আরও পড়ুন: বৃষ্টির আগে এল রাসেল-ঝড়! তবু KK হার

কাগিসো রাবাদা খেলছেন না। সিনিয়র প্রোটিয়াজ পেসারের অনুপস্থিতিতে স্যাম কুরানের সঙ্গে পরিকল্পনা মাফিক বোলিং করে নাইটদের ব্যাটিংয়ে নাভিশ্বাস তুললেন আর্শদীপ।

IPL Kings XI Punjab PBKS Punjab Kings KXIP Kolkata Knight Riders KKR
Advertisment