Advertisment

নাইটদের তাতাতে ইডেনে হয়ত শাহরুখ! কোহলির RCB-র বিরুদ্ধে কেমন দল সাজাচ্ছে KKR

বিরাট কোহলিদের বিরুদ্ধে কেমন দল সাজাচ্ছে কেকেআর

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বৃহস্পতিবার তারকাখচিত আরসিবির বিরুদ্ধে নামছে কেকেআর। বুধবারই নাইট রাইডার্সের পক্ষ থেকে সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে চলতি আইপিএলে দলের দুই তারকা শ্রেয়স আইয়ার এবং সাকিব আল হাসানকে পাওয়া যাবে না। পরিবর্তে কেকেআর নিয়েছে জেসন রয়কে।

Advertisment

সাকিব আল হাসান পারিবারিক এবং ক্রিকেট সূচির কারণ দেখিয়ে কেকেআরের কাছ থেকে অব্যাহতি চেয়ে নিয়েছেন। শ্রেয়স আইয়ার আবার পিঠের চোটের জন্য অস্ত্রোপচার করবেন। তাই তাঁকেও পাওয়া যাবে না।

নীতিশ রানা কেকেআরের বর্তমান অধিনায়ক। ভাবা হয়েছিল, আইপিএলের প্রথমার্ধে রানা নেতৃত্বের দায়িত্ব সামলে দিলেও, বাকি অর্ধ সামলাবেন ফিট হয়ে ওঠা শ্রেয়স আইয়ার। তবে তিনি পুরোপুরি ছিটকে গিয়েছেন। ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে প্ৰথম ম্যাচেই কেকেআর হার হজম করেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। আচমকা অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া নীতিশ রানা এবং কোচ চন্দ্রকান্ত পন্ডিতের কাছে বড়সড় চ্যালেঞ্জ আইপিএলে দলের মুখরক্ষা করা। আর সেই কাজ শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকেই। যেদিন কেকেআর নিজেদের দুর্গ ইডেন গার্ডেন্সে প্ৰথমবার খেলতে নামবে ১৪৩৮ দিন পর। ইডেনে কেকেআর শেষবার খেলতে নেমেছিল ২০১৯-এর ২৮ এপ্রিল। করোনায় এরপরে বিশ্ব ছারখার হয়ে যাওয়ার আগে নাইটরা শেষ ম্যাচে মুম্বইকে হারিয়েছিল ৩৪ রানে।

আরও পড়ুন: সাকিব-শ্রেয়স গোটা সিজনেই নেই! বিপদের মুখে মারকুটে বিদেশি তারকাকে সই করাল KKR

দীর্ঘ চার বছর পর কেকেআরের ঘরের মাঠে প্রত্যাবর্তনে ইডেনে পা রাখবেন শাহরুখ খান। এমনটাই জল্পনা। ইডেনে ব্লকবাস্টার ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। সুপারস্টার বিরাট কোহলি থাকবেন প্রতিপক্ষ শিবিরে। নাইটদের প্ৰথম ম্যাচে স্রেফ বৃষ্টিই বাধা হয়ে দাঁড়ায়নি, ফ্লাডলাইটের সমস্যাও দেখা গিয়েছিল মোহালিতে।

যাইহোক, শ্রেয়সের অনুপস্থিতিতে কেকেআরের ব্যাটিং অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের ব্যাটিংয়ের পজিটিভ দিক একটাই- ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে আন্দ্রে রাসেলের ফিফটি রানের ঝোড়ো পার্টনারশিপ।

এছাড়াও নাইটদের জার্সিতে প্ৰথম ম্যাচেই ভরসা জুগিয়েছেন তরুণ আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান রহমনুল্লাহ গুরবাজ। ২২ রানের ইনিংসে পরপর বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে সূচনা ভালো করেছিলেন তিনি।

ম্যাচে হার হজম করার পর কেকেআর বিদ্যুৎ বিভ্রাটকে মোমেন্টাম নষ্টের জন্য দায়ী করেছিল। কিন্তু ঘটনা হল, নাইটদের নিজেদের খেলার মান আরও উন্নত করতে হবে।

বোলিং বিভাগে কেকেআর মোটেই ভরসা জাগানোর মত পারফরম্যান্স করতে পারেনি। টিম সাউদি এবং সুনীল নারিনের মত অভিজ্ঞরা প্রচুর রান বিলিয়ে দিয়েছিলেন। নারিনকে দেখে মনে হয়েছে তিনি অতীতের ছায়ামাত্র। পাঞ্জাব ব্যাটসম্যানরা চড়াও হন ক্যারিবীয় রহস্য স্পিনারের ওপরেই। ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলিদের মত সুপারস্টারদের সামনে কেকেআরের বোলিং এবার পরীক্ষার মুখে পড়বে। কোহলি-ডুপ্লেসিস প্ৰথম ম্যাচেই চুরমার করে দিয়েছিলেন মুম্বই বোলারদের। পেস সহায়ক ইডেনে বোলিং করার জন্য মুখিয়ে রয়েছেন আরসিবির পেস ত্রয়ী- মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল এবং আকাশদীপ। তবে আরসিবি মিস করতে চলেছে রিস টপলিকে। যিনি কাঁধের হাড় সরে গিয়ে বেশ কিছু ম্যাচে খেলতে পারবেন না। বদলে আরসিবির জার্সিতে দেখা যেতে পারে ডেভিড উইলিকে।

কেকেআর সম্ভবত অপরিবর্তিত একাদশই নামাতে চলেছে।

কেকেআর সম্ভাব্য প্ৰথম একাদশ: রহমনুল্লাহ গুরবাজ, মনদীপ সিং, অনুকূল রায়, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

Read the full article in ENGLISH

IPL KKR Royal Challengers Bangalore Eden Gardens RCB Kolkata Knight Riders SRK Birthday
Advertisment