KKR vs SRH Live IPL 2023 Match report in Bangla:
কেকেআর: ১৭১/৬
সানরাইজার্স হায়দরাবাদ: ১৬৬/৮
থার্সডে থ্রিলার। সেই থ্রিলারে শেষ হাসি হাসল কেকেআর। কেকেআরের ১৭২ রান চেজ করতে নেমে শেষ ওভারে রোমাঞ্চকর লড়াইয়ে হায়দরাবাদ ১৬৫-র বেশি তুলতে পারেনি। সুবিধাজনক অবস্থায় থেকেও হায়দরাবাদ চোক করে গেল কেকেআরের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে।
হেনরিখ ক্লাসেন, আইডেন মারক্রাম যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে আব্দুল সামাদ, মার্কো জ্যানসেনরা ফিনিশ করতে পারলেন না। শেষ চার ওভারে হায়দরাবাদের প্রয়োজন ছিল ৩৪ রান। শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ৯ রানে। আর শেষ ওভারে বরুণ চক্রবর্তী মাত্র ৩ রান খরচ করলেন জোড়া উইকেট তুলে। দুর্ধর্ষ জয়ে প্লে অফের আশা এখনও টিকিয়ে রাখল নাইট রাইডার্স বাহিনী।
ম্যাচ দুলল পেন্ডুলামের মত। কেকেআরের টার্গেট তাড়া করতে নেমে স্কোরবোর্ডে হাফসেঞ্চুরি পেরোতে না পেরোতেই হায়দরাবাদ ৫৪/৪ হয়ে কার্যত শুরুতেই শেষ হয়ে গিয়েছিল। এরপরেই ম্যাচে মোড় ঘুরিয়ে দেন দুই প্রোটিয়াজ তারকা। ক্যাপ্টেন আইডেন মারক্রাম এবং হেনরিখ ক্লাসেন পঞ্চম উইকেটে ৭০ রান যোগ করে কেকেআরকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন।
আর কয়েক ওভার থাকলেই ম্যাচের চিত্রনাট্য হয়ত অন্যভাবে লিখতে হত। তবে ১৭ তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শার্দূল ঠাকুর। আগের ম্যাচে শার্দূলকে বল না দেওয়ায় তীব্র সমালোচিত হয়েছিলেন ক্যাপ্টেন রানা। এদিন সেই ঠাকুরের দয়াতেই ম্যাচে দু-পয়েন্ট পেল কেকেআর। শার্দূলের খাটো লেংথের বল পুল করতে গিয়ে ক্লাসেন ডিপ মিড উইকেটে রাসেলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। ক্রিজে তখনও টিকে ছিলেন ক্যাপ্টেন মারক্রাম। প্রোটিয়াজ তারকাকে ফেরান বৈভব অরোরা। স্লোয়ার বাউন্সার হাঁকাতে গিয়ে মারক্রাম ফেরার পরেই ধসে পড়ে হায়দরাবাদ।
আব্দুল সামাদ শেষ দিকে হৃদকম্প হিসাবে আবির্ভূত হয়েছিলেন। তবে শেষ ওভারে বরুণ সামাদকে ফেরাতেই নিশ্চিত হয়ে যায় কেকেআরের জয়।
তার আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কেকেআর। আগের ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ে নজর কাড়া গুরবাজের ব্যাটিং এদিন চলেনি। দ্বিতীয় ওভারেই মার্কো জ্যানসেন গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে দিয়েছিলেন। পাওয়ার প্লে-র মধ্যে জেসন রয় আউট হয়ে যাওয়ার পর কেকেআর একসময় ৩৫/৩ হয়ে গিয়েছিল। এরপরে কেকেআরের ব্যাটিংকে উদ্ধার করেন নীতিশ রানা (৩১ বলে ৪২) এবং রিঙ্কু সিং (৩৫ বলে ৪৬)। চতুর্থ উইকেটে দুজনে ৬১ রান যোগ করে যান।
আইডেন মারক্রাম চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচে রানাকে ফিরিয়ে দিয়ে ঝটকা দেন। রিঙ্কু সিং শেষ ওভার পর্যন্ত টিকে থেকে দলকে লড়াই করার মত পুঁজি উপহার দিয়ে যান। মাঝে আন্দ্রে রাসেল ১৫ বলে ২৪ করে যান।
হায়দরাবাদের হয়ে নটরাজন এবং মার্কো জ্যানসেন। ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কণ্ডে, কার্তিক ত্যাগি, মারক্রাম একটি করে উইকেট নেন।