scorecardresearch

রিঙ্কুর বিয়ের কথা শাহরুখের মুখে! বড় প্রতিশ্রুতিতে KKR সুপারস্টারের মন রাখলেন কিং খান

শাহরুখের বার্তা ফাঁস করলেন রিঙ্কু সিং

রিঙ্কুর বিয়ের কথা শাহরুখের মুখে! বড় প্রতিশ্রুতিতে KKR সুপারস্টারের মন রাখলেন কিং খান

উল্কার গতিতে উত্থান ঘটেছে রিঙ্কু সিংয়ের। গত সিজনে নজর কেড়েছিলেন। এই সিজনে তিনি সুপারস্টার। নিয়মিত নাইটদের জার্সিতে ব্যাট হাতে ঝড় তুলছেন তিনি।

শাহরুখ খানের প্রিয়পাত্র তিনি। আরসিবি ম্যাচে ইডেনে কিং খান নিজের মুগ্ধতার কথা স্বীকার করে নিয়েছিলেন। আরসিবি ম্যাচের পর আহমেদাবাদ স্টেডিয়ামে রিঙ্কু অলৌকিক ইনিংসে কেকেআরকে অবিশ্বাস্যভাবে জিতিয়ে দিয়েছিলেন।

সেই ম্যাচের পর শাহরুখ টুইটারেই রিঙ্কুকে নিয়ে উল্লাস শুরু করে দেন। সেই ঘটনার কয়েক সপ্তাহ এখন অতীত। রিঙ্কু সম্প্রতি জানিয়েছেন , শাহরুখ তাঁকে কী বার্তা দিয়েছেন। জিও সিনেমায় রিঙ্কু বলে দিয়েছেন, “স্যার (শাহরুখ খান) আমাকে সেই ম্যাচের পর ফোন করেছিলেন। উনি আমার বিয়ে নিয়ে কথা বলছিলেন। এসআরকে জানান, অনেকেই ওঁকে বিয়ের আমন্ত্রণ জানান। তবে তিনি যান না। উনি আমার বিয়েতে নাচতে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।”

ইডেনে আরসিবি ম্যাচে রিঙ্কু দুরন্ত পারফর্ম করে গিয়েছিলেন। ৩৩ বলে ৪৬ রান করে দলের জয়ে বিরাট অবদান রেখেছিলেন তিনি। সেই ম্যাচের পর কেকেআরের তরফে ভিডিও শেয়ার করা হয়েছিল। যেখানে শাহরুখ খানকে দেখা যাচ্ছে কেকেআর ড্রেসিংরুমে রিঙ্কু সিংকে কেকেআরের আন্থেম গাওয়ার জন্য অনুরোধ করেছেন। দলের অন্যান্যরাও কেকেআর ব্যাটারকে গান গাওয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকেন। শাহরুখ বলেন, “আমরা সকলে রিঙ্কুকে ফলো করব। বুকে হাত রেখে গান গাওয়া হোক। কেকেআরের হয়ে খেলার অর্থ সবকিছু।” তারপরে রিঙ্কুর নেতৃত্বে কেকেআরের আন্থেম গাওয়া হয়।

আরও পড়ুন: রিঙ্কুর কাছে বড়সড় আবদার শাহরুখের, ‘না’ করতে পারলেন না KKR তারকা, দেখুন ভিডিও

আর গুজরাট টাইটান্স ম্যাচের পর শাহরুখ রিঙ্কু-উন্মাদনায় সামিল হয়েছিলেন। ‘পাঠান’-এর পোস্টারে রিঙ্কুর মুখ বসিয়ে শাহরুখ প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। টুইটারে লিখেছিলেন, “ঝুমে জো রিঙ্কু…আমার বাচ্চা রিঙ্কু সিং, নীতিশ রানা তোমরা সত্যিই সুন্দর। মনে রেখ, বিশ্বাস একটা বড় বিষয়। তোমাদের সকলকে শুভেচ্ছা। ভেঙ্কি স্যার নিজের হৃদয়ের যত্ন নিন।”

শাহরুখের প্রশংসা পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন রিঙ্কুও। পাল্টা নাইট তারকা লিখেছিলেন, “স্যার আপনি আমাদের ভালবাসা। আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkrs rinku singh reveals what shah rukh khan has said him