Advertisment

বাঙালিকেই ক্যাপ্টেন করতে চলেছে KKR! বিরাট ইঙ্গিতে ব্যাপক ঘোষণার পথে নাইটরা

বড় ঘোষণার ইঙ্গিত দিয়ে দিল কেকেআর

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

৩৬ ঘন্টা আগেই বড়সড় দুঃসংবাদ পেয়েছিল কেকেআর শিবির। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছিল লোয়ার ব্যাকে ইনজুরির কারণে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার আইপিএলে প্ৰথম দিকের কয়েকটি ম্যাচে না-ও খেলতে পারেন। সরকারিভাবে বোর্ডের তরফে শ্রেয়সের সাম্প্রতিক ইনজুরি আপডেট দেওয়া হয়নি। তবে আইয়ারকে পাওয়া নিয়ে সংশয়ের মধ্যে কেকেআর সম্ভবত বিকল্প ক্যাপ্টেনের নাম-ও ঠিক করে ফেলল।

Advertisment

বাংলাদেশের লিটন দাসকে কেকেআরের ক্যাপ্টেন হতে দেখলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সেই ইঙ্গিত-ই দিয়ে রাখল নাইট শিবির। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। পদ্মাপাড়ের ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলে নায়ক আপাতত লিটন দাস। তারকা উইকেটকিপারের ৫৭ বলে ৭৩ রানের ইনিংস ইংল্যান্ডকে লজ্জার হারের দিকে ঠেলে দিয়েছে।

আরও পড়ুন: চার-ছক্কা মারছিলেন লিটন, টেনশনে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তারপরেই লিটনের বন্দনা স্বয়ং কেকেআরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। বাংলাদেশের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানের প্রশংসা করে লেখা হয়েছে, 'lit-ton'। ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। সেই সঙ্গে উইকেটকিপার হিসাবেও বিশ্বস্ত। গত মরশুমে বাবা অপরাজিত, শেলডন জ্যাকসন এবং স্যাম বিলিংসের ওপর ভরসা রেখেছিল নাইট শিবির। তবে দিনেশ কার্তিককে ছেড়ে দেওয়ার পরে কেউই ভরসা জোগাতে পারেনি নাইটদের। এবার প্ৰথমে লিটন অবিক্রিত থাকার পরে একদম শেষলগ্নে ৫০ লক্ষ টাকায় লিটনকে নিয়েছে কেকেআর।

সাকিব আল হাসানের পর তিনিই দ্বিতীয় বাংলাদেশি তারকা হিসাবে খেলবেন কেকেআরে। এর মধ্যেই লিটন বন্দনা নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সাধারণত, ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফর্ম করলে প্রশংসা-সূচক টুইট করা হয় সেই দলের পক্ষ থেকে। লিটনের ক্ষেত্রেও সেরকম করা হয়েছে।

publive-image

তবে এবার প্রেক্ষিত আলাদা। শ্রেয়স আইয়ারই একমাত্র পরীক্ষিত নেতা কেকেআর শিবিরে। তিনি অস্ত্রোপচারের পথে হাঁটলে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন তিনি।

আরও পড়ুন: IPL শুরুর আগেই বজ্রপাত KKR-এ! ১২.২৫ কোটির তারকাকে ছাড়াই হয়ত নামতে হবে মেগা টুর্নামেন্টে

শ্রেয়স বাদে নাইট শিবিরে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে একমাত্র লিটন দাসের। আন্দ্রে রাসেল, সুনীল নারিনের মত টি২০-তে অভিজ্ঞ পারফর্মাররা থাকলেও নেতৃত্বে দুজনেরই অভিজ্ঞতা নেই। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। টি২০-তে ভরসা জাগানোর মত উইকেট-কিপার ব্যাটসম্যান। গত টি২০ বিশ্বকাপেই লিটন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে প্রায় একা হারিয়ে দিচ্ছিলেন। এমন অবস্থায় লিটনই কেকেআরের বিকল্প নেতা হিসেবে প্ৰথম দাবিদার। অন্তত, মঙ্গলবার কেকেআরের টুইট সেই ইঙ্গিত-ই দিল।

IPL KKR Shreyas Iyer Kolkata Knight Riders Bangladesh Cricket
Advertisment